আমাদের কথা খুঁজে নিন

   

উপহাস



বর্তমানের কারনে ভবিষ্যতের গলায় দড়ি , প্রতিদিন একটা নতুন স্বপ্নের বলি । সব জেনে শুনে হ্যমলক করি পান , নিত্যদিন আমি মৃত্যু জলে করি স্নান । বাস্তবতার উদরে জন্মানো জারজ দুঃখ গুলো , সৃতির দুয়ারে কিছু রক্তাক্ত পদচিহ্ন ছিল । মৃত্যুর পদচারনা ছোট্র করিডোরে , নিঃঘুম রাত ক্লান্ত কাক ডাকা ভোরে । রাতের কান্না শিশির হয়ে সবুজ পাতায় পড়ে , পিশাচ আত্তা কাক হয়ে ভোরের আকাশে ওড়ে । তীরের সাথে সম্পর্ক শেষ হয়েছে তরীর , কষ্ট ঘুচেছে নোঙ্গর আর দড়ির । মন তরী ভেসে চল অথৈ নোনা জলে , সৃতির মেঘ ঝড় হয়ে ডোবাবার তালে । রক্ত লাল সূর্য আসবে যদি বেঁচে যাস , আধারের বুকে লিখেদে নতুন দিনের আভাস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।