আমাদের কথা খুঁজে নিন

   

একটুকরো এলোমেলো ভাবনা

আমি আমার মত, আমাদের মতো মানুষ গুলোর স্বপ্ন গুলোও বড় বেশি নিরিহ প্রকৃতির । খুব বেশি ঝামেলা করে না এরা , আমাদের ভাবনার আশেপাশে এদের বিচরন , খুব বেশি দূরে যেতে পারে না এরা , মধ্যবিত্তের ঘরে পোষা কবুতরের মতো এরা বাড়ির চারপাশে উরান দেয় , আর তিনবেলা ভাঙা চাল , গম খেয়ে বাকবাকুম ডাকতে থাকে । তবে মাঝে মাঝে এই স্বপ্ন গুলো ও পাখা মেলে , বাড়ির নিরীহ কবুতর গুলোও একদিন বন্ধুত্ব পাতায় দেশান্তরী বালিহাঁস এর সাথে । স্বপ্ন দেখে দেশান্তরী হবে , সবুজ চোখে দেখবে তুষার জমা লেক , তপ্ত মরুভুমি সবুজ সাভানা অথবা দুরন্ত সাগর । এগুলো কি শুধুই কল্পনা ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।