আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চাশ হাজার ডলার হাত থেকে ফসকে গেলো !!!

এখানে এমন কেই নেই যে, যাদের ই মেইল এড্ড্রেসে লোভনীয় মেইল আসে নাই। মেইলগুলো এমন ভাবে আসে যে আপনি ১ লাখ ডলার বা পাউন্ড পেয়েছেন। আর এমন ধরনের ঘটনা নিয়ে একটি নাটকও মনে হয় দেখেছিলাম আর সেখানে যার অভিনয় করার কথা আমাদের সেই হাসান মাসুদ ভাই ! যাইহোক, আমিও এমন মেইল পেয়েছি এবং যথারীতি এড়িয়ে চলেছি। কিন্তু বিষয়টা অন্য, সেদিন একটি মেইল আসলো নাইজেরিয়ান একটি ব্যাংক থেকে। সেখানে এক কর্মকর্তা লিখেছে প্রায় এক লক্ষ ডলার রেখে তাদের একজন গ্রাহক মারা গেছেন কিন্তু তার কোনো নমীনি নাই এমন কি অনেকদিন হয়ে গেছে কিন্তু কেউ এসে তার টাকার দাবী করেনি।

স্বভাবতই এক্ষেত্রে এটা করা হয় একটি নির্দিষ্ট সময় শেষে কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দেয়া হয় । সেক্ষেত্রেও সে এটা বলছে যে, আমি টাকার প্রাপক এটা সে প্রমান করবে যদি তাকে এখানকার একটা ব্যাংক একাউন্ট দেয়া হয় তাহলে সে পুরো টাকাটাই এখানে পাঠাবে । এবং সে পরে এসে এর ৫০% নিয়ে বাকি অর্ধেক দিয়ে যাবে। আমি এতে রাজী কি-না কিছু দিন সময় দিল। কয়েকদিন পর সে আবারো মেইল পাঠালো , আমি চন্তা ভাবনা করে না করে দিলাম ভাবলাম এটাও হয়তো ডিজিটাল প্রতারনার ফাঁদ।

যদি আমি তার কথা মত আমার ব্যাংক একাউন্ট দিয়েই দিতাম সেক্ষেত্রে কি হতে পারতো আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। যদিও এটা লটারী না তবুও এটাকে ডিজিটাল প্রতারনার ফাঁদ বলা যায় কি-না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.