আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চাশ তম পোষ্ট

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

আমার মত নালায়েক, ফোর্থ ক্লাশ ফিফথ ক্লাশ ব্লগার যে ৮ মাস দুই সপ্তাহে এক এক করে পঞ্চাশটা পোষ্ট লিখে ফেলব কল্পনাও করিনি। প্রথমেই আমি যার কাছে কৃতজ্ঞ সে হল আমার ভাইয়া (ব্লগার শরীফ উদ্দীন) যার হাত ধরেই আমার ব্লগে প্রবেশ।

আমার আইডিটাও ওই খুলে দিয়েছে। অনেক মানুষের ভালবাসা পেয়েছি এখানে এসে যা কোন দিন ভাবিনি। হয়ত একদিন ব্লগ আর ভাল লাগবেনা কিন্তু স্মৃতি গুলো মনে থাকবে। এই ব্লগে পেয়েছি দুই জন গাইড করার মত ভাইয়া, তারা হলেন রাজন(এন এইচ আর) ভাইয়া, মুক্ত বয়ান ভাইয়া। পরীক্ষার মাঝে মাঝে মধ্যে ভাইয়ার চোখ এড়িয়ে ব্লগে ঢুকলেও মুক্ত বয়ান ভাইয়ার চোখে পড়ে যেতাম আর তিনি ঝাড়ি মারতেন "ব্লগে কি?" রাজন ভাইয়া বরাবরের মত মজার মজার পোষ্ট দিলেও মুক্ত বয়ান ভাইয়া এখন আর আগের মত খুব একটা মজার পোষ্ট দেন না।

অপ্সরা আপুর পোষ্ট ত বরাবরের মতই মজার। সবাইকে খুব সহজেই ভাইয়াটা বলে আপন করে নেন। উনার পোষ্ট দেখে মনে হয় ইশ এর এক কানা কড়ি গুন ও যদি আমার থাকত। আবার নিজেকেই স্বান্ত্বনা দেই "সবাইত আর অপ্সরা আপু না"। উনার গ্লাস পেইন্ট পোষ্টটা সবচে ভাল লেগেছে সময় পেলে ওটা ট্রাই করব।

জেলীপু'র পিচ্চিদের পোষ্ট বেশী ভাললাগে। কমেন্ট দিতে ভাল না লাগলে নাকি ইমো দিয়ে চলে যান। ~স্বপ্নজয়~ ভাইয়ার পোষ্ট ও এক সময় নিয়মিত পড়তাম। ভাইয়ার কিউট আদিত্য বাবুটাকে খুব ভাললাগে। ইশ! আমাদের যদি এমন একটা বাবু থাকত! আমাদের মুরুব্বী নুশেরা আপুর পোষ্ট মুরুব্বী টাইপের হলেও বেশ ভাল লাগে।

কাব্য ভাইয়ার ভাষায়, আমি নাকি পোংটামী করি তবে ওনার পোংটামীগুলো মজাই লাগে বড়বিলাই আপুত বিড়ালের কাহিনী নিয়ে এক ইতিহাস সিরিজ লিখে ফেলেছেন উপার পোষ্ট গুলোও যাথারিতী মজার। জটিল ভাইয়া, উনার নিকের মতই জটিল লাগে পোষ্ট গুলো। একটা সময় না বুঝলেও উনার দূর্বোধ্য পোষ্ট গুলো পড়তাম, কিন্তু কিছুই বুঝতাম না। এখন মনে হয় একটু সহজ-সরল পোষ্ট দেন কমেন্ট গুলো ত আরো জটিল "হুম" "বেশ" "বাহ" এই টাইপ ঘুরে যান ব্লগে কিন্তু কমেন্ট করেন খুব কম। উনার মত আরেক পাবলিক হল আমার ভাইয়া (শরীফ উদ্দীন), এরা দুই জন আমার ব্লগে ঘুরে যান কিন্তু কমেন্ট করেন খুব কম।

মাঝে মধ্যে মনে হয় ভূলে-টুলে দুই একটা করে ফেলেন যাদের কথা বললাম তারা বাদেও সব ব্লগাররাই অনেক ভাল, বন্ধুভাবাপন্ন অনেকের কথাই বাদ গেল তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.