আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চাশ শিশুকে যৌন হয়রানি: চার সদস্য বিশিষ্ট তদন্তকারী দল নোয়াখালীতে

নোয়াখালী: সরকারি শিশু পরিবারের ৫০ শিশুকে যৌন হয়রানির ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের নোয়াখালী উপ-পরিচালক আবু আহম্মদকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজসেবা নোয়াখালী অফিস সূত্রে জানা যায়, বরখাস্তকৃত উপ-পরিচালকের যৌন হয়রানিসহ সকল ঘটনা তদন্তের জন্য সমাজসেবা অধিদপ্তদের পরিচালক প্রশাসন জুলফিকার হায়দারকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা এখন নোয়াখালীতে অবস্থান করছে। শনিবার থেকে তাঁরা তদন্ত কাজ শুরু করবেন বলে সমাজসেবা অফিস সূত্রে জানা যায়। উল্লেখ্য; গত কয়েকদিন থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় আবু আহম্মদের বিরুদ্ধে সরকারি শিশু পরিবারের শিশু, সহকর্মী ও বাইরের শিশুদের যৌন হয়রানির বিষয়টি প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও একজন সচিব বিষয়টি তদন্ত করার পর ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান। আবু আহম্মদ ২০০৯ সালের ১০ ডিসেম্বর নোয়াখালীতে উপ-পরিচালক হিসেবে যোগ দান করার পর থেকে সরকারি শিশু পরিবারের অন্তত ৫০জন শিশু, সহকর্মী ও বহিরাগত শিশুদের যৌন হয়রানি করে আসছে। বরখাস্ত হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে থেকে উপ-পরিচালক আবু আহম্মদ মোবাইল ফোন বন্ধ করে আত্ম গোপন করে আছেন বলেও অফিসের এক কর্মচারী জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.