আমাদের কথা খুঁজে নিন

   

কার গলায় মুক্তার মালা

পৃথিবীতে যত আশ্চর্য জিনিস আছে তার মধ্যে বাংলাদেশ যে অন্যতম সেটা আমার সাথে অনেকেই একবাক্যে স্বীকার করবেন । কারণ এ দেশে কখন কিভাবে কি ঘটে তা বলা খুবই মুশকিল। এই যে ধরুন যারা আন্দোলন করতে পারে তাদের সব দাবি হালাল আর যারা পারে না তাদের জন্য কিছু হয় না । অর্থাত সরকারের নিজের কোন মাথাব্যথা নাই। এই যে ধরুন নার্সদের কথা ।

তারা ছোট একখানা ডিপ্লোমা ডিগ্রী নিয়েই সরকারকে বাধ্য করল তাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে। কিভাবে আন্দোলনের মাধ্যমে। তাদের দাবিটা কি এমন যৌক্তিক ছিল । এরপরে আসুন ব্লক সুপারভাইজারদের কথায় তাদেরকে কেন দ্বিতীয় শ্রেণী কি যুক্তি কোন যুক্তি নেই। তখন যারা আমলা গামলা ছিলেন তারা গামলা ভরে টাকা নিয়ে এসব অপকর্ম করেছেন ।

আবার ধরুন পুলিশের সাব ইন্সপেক্টর , তারা ও বর্তমানে দ্বিতীয় শ্রেণী। অথচ বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপুর্ন জায়গায় কাজ করে এবং পি এস সি 'র নিয়োগ হওয়া সত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারদেরকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হচ্ছে না । তারা অনেক আগে থেকে এই ন্যয্য দাবী করে আসছেন । তাই স্বাভাবিক ভাবে একটি প্রশ্ন এসে যাচ্ছে সরকার আসলে কার গলায় কিসের মালা পরাচ্ছেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.