আমাদের কথা খুঁজে নিন

   

ধানের মূল্য ঘোষিত কিন্তু ধান কেনা হয় না

সরকারের ধানের দাম নির্ধারণ করেছেন কিন্তু কেনা কাটার খবর নেই। বাজারে সরকারের ঘোষিত দামের চেয়ে কমদামে ধান বিক্রী হচ্ছে। সরকারের কেনা কাটা শুরু না হওয়ায় বাজারে ঘোষিত দামের কোনো ইফেক্ট পড়ছে না। আসলে কি ঘোষণা দিলেই হয়? কাজ কি শুরু করার প্রয়োজন নেই? কৃষকরা ধান কাটার পর খুব বেশি অপেক্ষা করতে পারে না। কারণ ১. ধান কাটার সময়ই তাদেরকে সেচের টাকা শোধ করতে হয়।

২. ধান কাটার সময়ই তাদের পরিশোধ করতে হয় মজুরি। ৩. ধান কাটা শেষ হওয়ার আগেই দাড়িয়ে থাকে পাওনাদার, সারের বকেয়া পরিশোধের জন্য। ৪. ধান কেটে জমি ফাকা রাখা যায় না। নতুন করে চাষাবাদ শুরু করতে হয়। ।

এ অবস্থায় কৃষককে বাধ্য হয়ে কম দামেই ধান বিক্রী করতে হয়। তাছাড়া সরকার সরাসরি ধান কিনতে তেমন আগ্রহী হয় না। তারা চালের বিষয়ে বেশি আগ্রহী। এক্ষেত্রে চালকল মালিকরা কম দামে ধান কিনে তা সরকারকে চাল হিসেবে সরবরাহ করে। তারা ধান ক্রয়ে মুনাফা পায় আবার চালের দামেও মুনাফা পায়।

এর অর্থ হলো, আপাত দৃষ্টিতে মনে হলেও ধানের দাম নির্ধারণের প্রকৃত কৃষকের কোনো লাভ নেই। যদি কৃষকরে লাভই না হয় তাহলে সরকার নিজেকে কৃষকবান্ধব দাবি করে কিভাবে। অবশ্য সমালোচনা সবাই করলেও কি করলে কৃষক ভাল দাম পাবেন সে বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন। মার্কেটিং বিষয়ে যারা অভিজ্ঞ তারা এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন। বিকল্পটি খুজে বের করতে আমাদের সকলকেই আর তারপরই সরকারকে বাধ্য করা যাবে বিকল্পটি গ্রহণ করার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।