আমাদের কথা খুঁজে নিন

   

নিবিড় অরণ্যে যাবো

কবিতা লিখি - কবিতা ভালোবাসি........ নিবিড় অরণ্যে যাবো , আরণ্যক বোধের ছায়ায় নিপট পাখিরা উড়ে । পাখিদের নিরিবিলি চোখ চিরল মেঘের রোদ- ছায়াবাজি খেলা ; টুপটাপ শিশিরের শব্দে জেগে উঠে অরিন্দম বনবীথি - অনুপ ঘাসের ফুল ; আদর পিয়াসী বুনোনটী । বুকের গহীনে গাঢ় অরণ্য এঁকেছি - অনিমিখ সবুজ পাতার মুখ ! জলরঙ পাখিদের গান- নুপুরের রিনিঝিনি - জলের উচ্ছ্বাস ; ভরাসুখ নদীর কাঁকন , কিছু বনছায়া , প্রজাপতি রঙ- হৃদয়ে গেঁথেছি অরুণাভ ; অরূপ অরণ্য গাঁথা । মনের বিথারে মেঘ-বরষাত , নোনাজল কষ্ট বিছায়েছি । মানবিক ছলাকলা কোলাহল কূট কুশলতা আঙুলে ধরেছি বনোয়ারি ; অনায়াস হৃদয়ে শিশির ঘষে অরণি অনল জ্বেলে দেবো ! নদীর গতির মতো জলের ছায়ায় নেচে যেচে অরণ্য বিসারে যাবো , আরণ্যক বোধের ছা্য়ায়- নিপট পাখিরা উড়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.