আমাদের কথা খুঁজে নিন

   

নিবিড় পরিচর্যায় মেসি

বায়ার্নের বিপক্ষে ভিলানোভা তাঁকে মাঠে নামাননি। চ্যাম্পিয়নস লিগের সেমির দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চোটগ্রস্ত মেসিকে খেলানোর ‘ঝুঁকি’টা নাকি একটু বেশিই হয়ে যাচ্ছিল। ভিলানোভা আসলে সেদিন ছিলেন নিরুপায়। মেসি একেবারেই ফিট ছিলেন না ওই ম্যাচ খেলার জন্য। নইলে কোন কোচের বুকের পাটা এত বড় যে মেসির মতো খেলোয়াড়কে এমন ম্যাচে ডাগ আউটে বসিয়ে রাখেন! মেসি কাল শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

এই মুহূর্তে মেসির সুস্থতাই তাই বার্সার কায়মনে প্রার্থনা।
বিশ্বসেরা এই ফুটবল তারকার সুস্থতারই আকুতি ঝরেছে বার্সার নিজস্ব ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, মেসিকে আলাদা পরিচর্যা করা হচ্ছে। এই মুহূর্তে তাঁর সুস্থতাই সবচেয়ে বড় প্রত্যাশা।
‘মেসিকে সুস্থ করে তোলার জন্য চলছে ফিজিওথেরাপি।

’ বার্সার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এমন কথাই।
এই মুহূর্তে স্প্যানিশ লা লিগাই সবচেয়ে বড় লক্ষ্য বার্সেলোনার, যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে কাতালানিয়ারা এগিয়ে ১১ পয়েন্টে। কাগজে-কলমে চ্যাম্পিয়নশিপ মোটামুটি নিশ্চিত হলেও বার্সেলোনার অবস্থা এখন ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখার মতো। বাকি থাকা পাঁচটি ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট তাদের পেতেই হবে। সুস্থ মেসির উপস্থিতিটা তাই তাদের একান্তই কাম্য।


রোববার রিয়াল বেটিসের বিপক্ষে খেলা। ওই ম্যাচে মেসি মাঠে নামবেন কি না, সেটা অবশ্য এখনো নিশ্চিত নয়। শনিবার রিয়াল মাদ্রিদে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হলে বেটিসের বিপক্ষে জয়ই লা লিগা এনে দিতে পারে বার্সার হাতে। রয়টার্স। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.