আমাদের কথা খুঁজে নিন

   

একদমই কম দামের মধ্যে কিছু ব্রান্ডেড মোবাইল কথন [পর্বঃ ০১]

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   মনে করুন আপনার একটি মোবাইল কেনা অনেক দরকার, কিন্তু বাজেট অনেক কম। তাহলে কি করবেন? টাকা ধার নিয়ে দামি সেট কিনবেন, নাকি কমদামি কিছু একটা কিনেই কাজ চালাবেন? কম দামে অনেক চাইনিজ মোবাইল পাওয়া যায় কিন্তু অনেকেই সেগুলো কেনার ভরসা না পেয়ে ব্রান্ডেড মোবাইল খোঁজেন।

যদি কম দামে মোবাইল চান, এইগুলো দেখতে পারেন, দাম কম হলেও এইসকল মোবাইল সার্ভিস ভালো দেয় এবং বাংলাদেশের মার্কেটে এগুলর ভালো চাহিদা রয়েছে। নোকিয়া ১২০২ এতে রয়েছে অ্যালার্ম, গেম ও টর্চ। ডিসপ্লে ১.৩৬"। একবার চার্জ দিয়ে কথা বলতে পারবেন একটানা প্রায় ৮ ঘন্টা। সাথে কমপ্যাক্ট ডিজাইন আর নোকিয়ার ভরসা তো পাচ্ছেনই।

দাম মাত্র ১,৪৯৫টাকা। নোকিয়া ১২৮০ এতে রয়েছে ভয়েস মেমো, অ্যালার্ম, গেম ও টর্চ; সাথে পরিবর্তনশীল কেসিং। ডিসপ্লে ১.৩৬"। একবার চার্জ দিয়ে কথা বলতে পারবেন একটানা প্রায় সাড়ে ৮ ঘন্টা। সাথে থাকছে কমপ্যাক্ট ডিজাইন আর নোকিয়ার ভরসা।

দাম মাত্র ১,৭০০টাকা। স্যামসাং বি১৩০ এতে রয়েছে ১.৫২" রঙ্গিন ডিসপ্লে, সাথে ১০ক্লাসের জিপিআরএস ইন্টারনেট সুবিধা। এছাড়াও এতে চলবে এমপি৩। ফুল চার্জে কথা বলতে পারবেন একটানা প্রায় ৬ঘন্টা। দাম মাত্র ১,৬৫০টাকা স্যামসাং ই১০৮১ এতে রয়েছে অ্যালার্ম, গেম ও টর্চ।

সাথে কালার ডিসপ্লে। একবার চার্জ দিয়ে কথা বলতে পারবেন একটানা প্রায় সাড়ে ৭ ঘন্টা। সাথে কমপ্যাক্ট ডিজাইন এবং এক বছরের অয়ারেন্টিও পাবেন। দাম মাত্র ১,৪৯৫টাকা। ************* আপনাদেরও মোবাইল বিষয়ে কোনও পোস্ট শেয়ার করতে চাইলে যোগ দিন আমাদের সবার গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

এছাড়া নিয়মিত মোবাইলের খোঁজ খবর পেতে আমাদের সাথেই থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.