আমাদের কথা খুঁজে নিন

   

আমরা একদমই সাম্প্রদায়িক না...

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. ছেলের মা-বোন সবাই ছেলের জন্য পাত্রী দেখছে। ছেলেটি বাংলাদেশের আর দশজনের মতই শ্যামলা, মধ্যম উচ্চতার। ৪-৫ জন পাত্রীর ছবি তার সামনে। দেখে শুনে মাকে জানাতে হবে। মা ছেলের সামনে ছবিগুলো দেবার আগেই বেশ কিছু যাচাই বাছাই করেছেন: গায়ের রং পরিস্কার, উচ্চতা ভালো, শিক্ষিত, নামাজি, রান্না করতে জানে ভালো, বংশ ভালো ইত্যাদি।

প্রায় দশজন পাত্রীর ছবি প্রথম দেখাতেই বাদ--মেয়ে কালো। ছেলেটি কঠিন মনোযোগ দিয়ে ছবি দেখছে। নাকটা টিকোলো আছে? স্বাস্হ্য কারটা ভালো? কাকে বেশি লম্বা দেখাচ্ছে? অনেক কঠিন কাজ, সময় নিয়ে দেখতে হবে। পছন্দ না হলেও সমস্যা নেই। ফর্সা-সুন্দর দেখে আরো ৫-১০ জনের ছবি চলে আসবে।

কালো মেয়েকে কে বিয়ে করে?! খ. চার বন্ধু মিলে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। আলোচনার বিষয়বস্তু অজানা। তবে সবাই খুবই উত্তেজিত। একজন হঠাৎ আরেকজনকে বলে বসলো তোর মত ভোম্বলকে দিয়ে এসব হবে না। কোন গুদামের চাল খাস কে জানে? যে ছেলেটিকে বলা, শুনে ছেলেটি মিইঁয়ে গেল।

সেই ছোটকাল থেকে মোটা, ভোম্বল, ভোটকা এসব শুনতে শুনতে সয়ে গেলেও এখনও মন খারাপ হয়। গ. হিথ্রো এয়ারপোর্ট, লন্ডন। একটি মোবাইল ফোন কোম্পানিতে কাজ করে এইরকম ৪-৫ জনের একটি গ্রুপ একটা ট্রেনিং এ ট্রানজিটে আছে। প্রথম বিদেশ সফর। সবাইই সবকিছু দেখে উত্তেজিত।

যা দেখছে তাতেই সবাই বাংলা ভাষায় নিজেদের মধ্যে আলাচ করছে। হঠাৎ সামনে পড়লো এক আফ্রিকান পরিবার। বন্ধুধের একজন বলে বসলো, পাতিলের তলার কালিও এই কাল্লুর কাছে হার মানবে। যাকে উদ্দ্যেশ করে বলা, সে অবশ্য বাংলা বুঝতে পারে নি। ঘ. অপারেশন এবিসিডি চলছে।

আর্মিদেরকে ডিপ্লয় করা হয়েছে সন্ত্রাসীদের ধরতে, দুর্নীতিবাজদের ধরতে। রাতের বেলায় এক সরকারী আমলার বাসায় ঢুকলো তারা। আমলা নিজের পরিচয় দিয়ে বাসায় আসার কারণ জানতে চাইলে কমান্ডিং অফিসার বললো, কিপ ইউর মাউথ শাট ব্লাডি সিভিলিয়ান। ঙ. কানাডার হিউম্যান রাইটস চার্টারে বলা আছে, নীচের কোন কারণ দেখিয়েই কারো প্রতি ডিসক্রিমিনেশন (বৈষম্যমূলক আচরণ) করা যাবে নাঃ race, national or ethnic origin, color, religion, age, sex, marital status, family status, pardoned conviction, disability, and sexual orientation ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.