আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাক্টস ফাইল : মীরজাফর সামহোয়্যারইন... ২০১১

টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য। (২৬ ডিসেম্বর ২০১০ থেকে ২৫ ডিসেম্বর ২০১১ পর্যন্ত) ■ রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ১,০০,০০০+ ■ চলতি বছরে সামহোয়্যারইন ব্লগ ভিজিট হয়েছে ৭৯ লাখ ৫০ হাজার ২৩১ বার। ■ মোট পেইজভিউ হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৩৮৪টি। ■ সামহোয়্যারে একজন ভিজিটর গড় সময় কাটিয়েছেন ২৫ মিনিট ৪৬ সেকেন্ড। ■ ব্লগে সর্বাধিক উপস্থিতি ছিল গত ১১ ডিসেম্বর (৩৭ হাজার ৮২৬ ভিজিট) ■ মোট ১৯৭টি দেশ থেকে ব্লগার ও ভিজিটররা সামহোয়্যারে এসেছেন ■ পেইজ লোড হওয়ার গড় সময় ছিল ৩.১০১ সেকেন্ড ■ এ বছর সামহোয়্যারইনের মোবাইল সাইট ভিজিট হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৪৪১ বার।

■ মোবাইল সাইটে একজন ভিজিটর গড় সময় কাটিয়েছেন ৬ মিনিট ৪৬ সেকেন্ড। ■ ব্লগ ব্যবহারকারীদের দুই-তৃতীয়াংশই মোবাইল সাইটে ঢুকেছেন অপেরা মিনির মাধ্যমে। ■ সামহোয়্যারইনের এক লক্ষতম ব্লগার : আশিকুর রাসেল। ■ অ্যালেক্সা র‌্যাংকিংয়ে বাংলাদেশে জনপ্রিয়তার বিচারে সামহোয়্যারইনের অবস্থান ১০ নম্বরে, সারা বিশ্বে ২৯৭৫ তবে শুধুমাত্র বাংলাদেশি সাইট ধরলে সামহোয়্যারইনের অবস্থান তৃতীয়, বিডিনিউজ ও প্রথম আলোর পরই। ■ গুগল পেইজ র‌্যাংকে অবস্থান : ৪/১০ ■ গুগল অ্যানালাইটিকসের নিখুঁত পরিসংখ্যানে ব্লগের ভেতরবাড়ি - এক | দুই | তিন।

সূত্র : গুগল অ্যানালাইটিকস এবং অ্যালেক্সা আসল সূত্র ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... তবে পোষ্টটির তথ্য দেখে খুবই মর্মাহত হলাম কারন দেশের ইন্টারনেট দুরবস্থা নিয়ে সামুতে কোন কর্মকান্ড নেই। এই তথ্যটিতে সামুর আসল মির্জাফরী প্রকাশ পায়। কারন যেই নেটে এর জন্ম সেই নেট সম্পর্কে সামুর কোন প্রতিবাদ নেই। একেই বলে জন্মভূমিকে অস্বীকার করা বাপের সুযোগ্য সন্তান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.