আমাদের কথা খুঁজে নিন

   

সম্মুখে বিদায় বাণী।

সোনার হরিনের পেছনে ছুটছি। অনেক অত্যাচার আর নির্যাতনে মানুষ আজ আতিষ্ট। তারা এখন মুক্তি চায় এই বেহুদা সব নেতা নেত্রীদের হাত থেকে। প্রত্যেক নির্বাচনের আগে এই বেহুদা অসার নেতা নেত্রীরা মনে করে জনগন সম্পূর্ণ তাদের পক্ষে। যেমন গত কালও খবরে একজন ক্ষমতাসিন নেতার বিলাপ শুনলাম।

তিনি বলতেছেন যে জনগন বি এন পি কে সম্পূর্ণ বর্জন করেছে। জনগন এখন সরকারের পক্ষে। আর এই জন্য বি এন পি নির্বাচনে অংশ না নেওয়ার কথা চিন্তা করছে। কিন্তু সে কি আসলেই জনগনের মন বোঝে?? তার কি অতীত সম্পর্কে কোন ধারনা নাই?? সে কি তিন বছরের শিশু যে গতকালের কথা আজ বেমালুম ভুলে গেছে?? জনগন এখন বি এন পি, আওয়ামীলিগ দুই বলদ রাজনৈতিক দলকেই চিনে ফেলেছে। কিন্তু তার পরও তারা আসলে তেমন বিকল্প খুজে পাচ্ছে না।

আসলে আমরা জনগন সত্যিই নিরুপায়। আমরা জেনেশুনে বিষ পান করছি। না করেও আমরা কোন উপায় দেখতে পাচ্ছি না। তনে আমার মনে হয় এরশাদ চাচাকে আর একবার সুযোগ দেওয়া উচিত। নইলে আমরা আবার আর একটা বিপদ নিজে নিজে ডেকে আনব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.