আমাদের কথা খুঁজে নিন

   

সম্মুখে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছে, সাবধান!!!



গল্পটা এই রকম- একজন মহান দেশদরদী, জনকল্যানকামী রাজনীতিক জননেতা সুসজ্জিত মঞ্চে ভাষন দিচ্ছেন। প্রায় ষোলকোটি প্রতিশ্র“তির পর তার একটি প্রতিশ্র“তি নিয়েই দেখা দিলো তুলকালাম কান্ড। নেতা বলছেন- আমাদের প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দল সরকার গঠন করে দেশের বারোটা বাজিয়েছে। আমরা কখনই সেই পথ অবলম্বন করতে পারিনা। আপনারা জানেন আমার মঞ্চের পেছনে একটি নদী রয়েছে সেই নদীর উপরে তারা একটি ব্রীজ নির্মাণ করবে বলে প্রতিশ্র“তি দিয়ে আপনাদের নিকট থেকে ভোট আদায় করেছে।

কিন্তু গত ৫বছরে তা করতে পারেনি। আমি জানি তারা আগামী ৫০ বছরেও এই কাজটি করতে পারবেনা। এটা শুধু শুধু জনগনের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা গতবার ভুল করেছেন। এই বার আর কোন ভুল নয়।

আমরাও কোন ভুল কাজ করবো না বিধায় আমরা মঞ্চের পিছন দিকে অর্থাৎ পশ্চিম দিকে কোন প্রকার ব্রীজ নির্মাণ করে এই এলাকার সর্বনাশ করতে পারিনা। আমরা আপনাদের ভোটে মতায় গেলে, এই মঞ্চের পূর্ব দিকে একটি ব্রীজ নির্মাণ করবোই করবো। সেই সময় মঞ্চে বসা জননেতার সহকারী (স্থানীয় ভাষায় যাকে আমরা চ্যালা বলি) বললেন- বস ভুল হইলো, পূর্বদিকে তো কোন নদী নাই, ব্রীজ দিবেন ক্যামনে? তখন জননেতা মাউথপিসেই সগর্বে বলে উঠলেন- নদী নাই তো কি হয়েছে নদী কেটে তারপর ব্রীজ বানিয়ে ছাড়বোই ছাড়বো। এ আমার নির্বাচনী ওয়াদা। এরপরও উপস্থিত জনতারা ভোট কিন্তু সেই নেতাকেই দিয়েছিলেন।

কারণ আমরা বাঙ্গালীরা কর্মের চেয়ে গল্পই বেশি ভালোবাসি ও সেই সাথে গল্পবাজদেরও। সেই সুবাদে মতা পাওয়ার পর এখন কিন্তু পুরোদমে কাজ চলছে। স্থলভাগ কেটে নদী তৈরী করে তারপর ব্রীজ তৈরী হবে। জিটিটাল বাংলাদেশ গড়া বলে কথা! অতএব সাবধান স্থলভাগে কেউ থাকবেন না। নদীতে নেমে পড়–ন নয়তো আপনি কাটা পড়তে পারেন।

জিটিটাল বাংলাদেশের কাজ খুব জোরে শোরেই হচ্ছে, দেখা দেখির টাইম নাই! আর টাইম নাই বলেই ১ঘন্টা ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়েছে। এতেও যদি না হয় পুরো ১দিন বাড়িয়ে দেয়া হবে। তবু জিটিটাল বাংলাদেশ গড়তেই হবে; সময় খু-উ-ব কম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.