আমাদের কথা খুঁজে নিন

   

'মনুষ্যত্ব বোধ '-কি ভাবে শিখাবেন?

আজকাল স্কুলে বাচ্চাদের হাতের লিখায় কোন নীতি কথা লিখানো হয় না বললেই চলে। অথচ আমরা ছোট বেলায় পৃষ্ঠার পর পৃস্ঠা নীতি কথা লিখে গিয়েছি ; আর অবচেতন মনে সেগুলো মনের ভিতর গেঁথে থাকত! সেই নীতি বাক্যগুলো হচ্ছে- সদা সত্য কথা বলিবে। মিথ্যা কথা বলা মহাপাপ । বাবা মা কে শ্রদ্ধা করো । গুরুজনকে ভক্তি কর ।

আল্লাহ্‌ আমাদের সৃষ্টিকর্তা । চুরি করা মহাপাপ । সৎ সংগে সর্গবাস । অসৎ সংগে সর্বনাশ । ---ইত্যাদি আরো অনেক নীতি বাক্য যা এখনো মনের মধ্যে গেঁথে আছে , যারা এর চর্চা করেছেন , আশা করি তাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা এখোনো বজায় আছে।

আজকের শিশুদের আমরা যদি আগের মতো আবার নীতিবাক্য দিয়ে লিখা শিখাই তাহলে আশা করি এদের ভিতরও মনুষ্যত্ব বোধ জাগবে, তৈরী হবে অপরাধবোধ,মানুষকে ভালবাসার বোধ জাগবে! আসুন আমরা আমাদের সন্তানদের জন্য একাজটি নিজ উদ্যোগে শুরু করি! দেখবেন আমাদের বাচ্চাদের মধ্যেও মনুষ্যত্ববোধ জন্মনিচ্ছে! আর এভাবেই তারা বড় হয়ে আদর্শ মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।