আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্যত্ব একটি ব্যাকরণগত ভুল !

পরিবর্তনের জন্য লেখালেখি

আমি ভয়ে ভয়ে ভালোবাসা নিয়ে গিয়েছিলাম তার কাছে সহস্র মাইল দূর থেকে সে বুঝেই ফেললো , " সব প্যাঁচাল"। আমি চোখ ভরা অশ্রু নিয়ে গিয়েছিলাম তার কাছে আমার বুকের রক্ত দিয়েই সে লিখে দিলো , "মেয়েদের ছলভরা চাল!" আমি না পেরে চিৎকার করেছিলাম , আমাকে মুক্তি দাও, মৃত্যুর কাছে! সে অবলীলায় হেসে বলেছিলো , " এই সব নাটক আর কত কাল?" আমি তারপর থেকে আর কাউকে বলি না ভালোবাসার কথা । আমি তারপর থেকে আর কাউকে দেখতে দেই না সীমাহীন ব্যথা। আমি তারপর থেকে বেঁচে থাকি অন্য কারো জীবনে , ভালো থাকার ভিড়ে আমার শরীর খুঁটে খায় হাজার আহত পাখি , কেউ থাকে , কেউ যায় ফিরে। আমি চাইতে ভুলে গেছি , বলতে ভুলে গেছি , মরতে ভুলে গেছি ।

নিরবতায়, মানুষ বলেই ওরা " বেপরোয়া , অহংকারী , ভীষন অ-নারী " অমানুষ খুঁজে পায় । আমার একটা পাখি আজ মরেছে । আমার বন্ধু ছিলো পাখিটা । তোরা ধূপ , চন্দন বেশি করে দিস । কষ্ট পুড়বে।

কষ্ট পুড়বে। গন্ধ নাকে এলে ওদের শ্বাস কষ্ট পাবে। ওরে , তোরা ঘি দেখে কিনিস ভালোবাসার প্যাঁচাল না। কষ্ট নামক ভড়ং না। নয় মৃত্যু নামক কোন মিথ্যা কামনা- না রে, খাঁটি ঘি, একটু বেশি করে ঢালিস ।

ওরা না জানুক , আমি জানি । কষ্টের খাঁটি গন্ধে , কারো কারো মন পুড়ে যায় । --------------------------------------------- [link|http://www.esnips.com/doc/79dbc804-941a-4115-9f7f-6f3aa6501b32/15-Track-15|Avwg

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।