আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্যত্ব কেও হার মানিয়েছিল যে কুকুরটি

ধন্যবাদ এই পৃথিবী কে, বেচে থাকার যুদ্ধে ক্রমাগত বাধা দেওয়ার জন্য আমরা মানুষ আবেগ অনুভূতি নিয়ে বেচে আছি, সেই আবেগ অনুভূতিকেও হার মানিয়েছিল জাপানের একটি কুকুর। নাম হাচিকো (November 10, 1923 – March 8, 1935) তার মালিক Hidesaburō Ueno ছিলেন University of Tokyo এর প্রফেসর। ১৯২৪ সালে হাচিকো কে পালা শুরু করেন তিনি। প্রতিদিন অফিসে যাওয়া সময় কুকুরটি তার পিছু পিছু যেত রেইল ইস্টেশন পর্যন্ত। বিকাল ৫ টায় অফিস থেকে ফিরলে দেখা যেত কুকুরটি তার মালিকের জন্য অপেক্ষা করছে।

কুকুরটি Akita Breed এর। সে তার মালিকের মৃত্যুর পড়ে টানা ৯ বছর সেই একই ইস্টেশন এ প্রতিদিন বিকাল ৫ টায় অপেক্ষা করত তার মালিক আবার ফিরে আসবে তা ভেবে। জাপানের সেই Shibuya Station এ কুকুরটির স্রদ্ধায় একটি ব্রঞ্জ এর মূর্তি স্থাপিত করা হয়েছে কুকুরটির মৃত্যুর ঠিক ১ বছর আগে। হাচিকো কে নিয়ে সিনেমা তৈরি হয়েছে যেটা একজন পশু প্রেমিক দেখলে কান্না থামিয়ে রাখতে তার কষ্ট হবে। মুভিটির imdb rating 8.1 . যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।