আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মনুষ্যত্ব বাড়ে নাই

ইশতিয়াক

হরতাল কি জিনিস সেটা বুজতে বেশি বয়স লাগে নাই পিচ্চিকালেই হরতাল কি জিনিশ তা বুঝে গেছিলাম ৯৬-৯৭ সালে হরতাল বলতে ছিল সকাল সকাল রাস্তার মোড়ে বড় ভাই রা গেঞ্জি লুঙ্গি পরে অতি ভদ্র ভাবে দাড়ায়ে থাকতো আর রিকশা আটকায়ে চাকার হাওয়া ছেড়ে দিত তখনকার দিনে মানুষের মনে এরকম আতঙ্ক ছিল না সেই সময় হরতালে এক জন মানুষ মারা গেছে এটা পেপারে পড়লেই রাতে ঘুম হতো না আহারে মানুষ টা না জানি কতটা কষ্ট পেয়ে মারা গেছে একটা ট্রেন রেল লাইন থেকে সরে গিয়ে accident করছে পেপারে নিউজ হেডলাইন থাকতো ৩-৪ দিন আর এখন দিনে ৯-১০ জন মানুষ পেট্রোলের আগুনের অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায় আমরা ফিরেও তাকাই না এরকম বীভৎস মানুষের দিকে কি তাকানো যায় নাকি ট্রেন পরে গেছে তো কি হইছে মানুষ তো মরে নাই আমাদের চিন্তা ভাবনা বদলে গেছে দৃষ্টি ভঙ্গি বদলে গেছে মানুষ মারার রেট বেড়ে গেছে ককটেল ফাটানোর রেট বেড়ে গেছে ককটেল এর রেট বেড়ে গেছে হরতাল এর সময় বেড়ে গেছে অবরোধ এর সময় বেড়ে গেছে হরতাল-অবরোধে পুলিশ মারার রেট বেড়ে গেছে পিয়াজের দাম বেড়ে গেছে চালের দাম বেড়ে গেছে চানাচুরের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের মনুষ্যত্ব বাড়ে নাই আরও কমছে, কমতেছে, কমতেই থাকবে......... এর থেকে কোন মুক্তির পথ কারো জানা নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।