আমাদের কথা খুঁজে নিন

   

দুটি কল্পিত ঘটনা

ঘটনা ১~~~ ১৯৭১ সাল। দেশে যুদ্ধ হচ্ছে। কে জিতবে বলা যাচ্ছে না। ওই সময় আবার বিশ্বকাপ ক্রিকেট অনুস্থিত হচ্ছে............ যাই হোক। যুদ্ধ হচ্ছে দুপুর ২টার দিকে।

মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্পের কাছে পৌছে গেছে। হঠাৎ একজন মুক্তিযোদ্ধা বললো, ঐ তোরা খেলা দেখবিনা?? আজ তো পাকিস্তানের খেলা। সবাই একসাথে বলে উঠল দেখুম না মানে?? কিন্তু দেখমু ক্যামনে? যুদ্ধ চলে তো। তাদের মধ্যে একজন বলে উঠলো আমি ওদের সাথে কথা বলে আসি। ওরা আমাদের কষ্ট বুঝবে।

সে কথা বলতে গেল এবং একটু পরে ফিরে আসলো। এসে বললো, চল খেলা দেখি, ভাইজান গো কুনো সমস্যা নাই। তখন পাকিস্তানি আর্মি আর বাংলার দামাল মুক্তিযোদ্ধারা একসাথে খেলা দেখতে বসল। পাকিস্তানিরাও খুব ভাল। তারা কোনরকম কুমতলব না করে খেলা দেখে গেল.................. ঘটনা ২ ~~~ ২০৭১ সাল।

ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে ঝামেলা লেগেই আছে। ঐ সময় আবার বিশ্বকাপ ফুটবল হচ্ছে। ইসরায়েল তেমন শক্তিশালী দল না। তারপরেও তাদের দলে কিছু খেলোয়াড় আছে যারা বেশ ভালই খেলে। তাদের ভক্ত শুধু ইসরায়েলেই না, ফিলিস্তিনেও আছে।

যাই হোক। সন্ধার কথা। কিছু ইসরায়েলী সৈন্য এক ফিলিস্তিনী তরুনীকে ধর্ষন করে মেরে রেখে গেছে। ফিলিস্তিনীরা সেটা নিয়ে কি করবে তা নিয়ে কথা বলছে। কেউ কেউ বলছে, ওদের আজ মেরেই ফেলবো।

কেউ বলছে এখন না, রাতে। হঠাৎ একজন বললো, ঐ তোরা খেলা দেখবিনা?? এখন তো ইসরায়েল এর খেলা। "১২৩৪৫৬" তো জটিল খেলে, ওর খেলা দেখতে হবে। সবাই শুনলো, কিছুই বললো না। তারপর হঠাৎ সবাই পাশের টিভি শোরুমের দিকে দৌড়ে গেল।

ঐখানে যে খেলা দেখাচ্ছে............ ~~~ মানুষ অনেক উদার। আমি কেন তাদের মত উদার(!!!) হতে পারিনা?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।