আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশে ব্যাপক উপস্থিতি সরকারের প্রতি জনগণের অনাস্থার বহিঃপ্রকাশ: বিএনপি

আমি সিনেমা দেখতে ভালবাসি জীবনটা একটা সিনেমার মতো ১৩ মার্চ (রেডিও তেহরান): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ঢাকার মহাসমাবেশে লাখো মানুষের উপস্থিতি বর্তমান সরকারের প্রতি জনগণের অনাস্থারই বহিঃপ্রকাশ। আজ (মঙ্গলবার) ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, "১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের অঘোষিত হরতাল এবং শত বাধা সত্ত্বেও মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। খালেদা জিয়ার ডাকে জনগণ ঢাকায় এসে সরকারের প্রতি অনাস্থা জানিয়ে গেছেন। " রফিকুল ইসলাম মিয়া আরো বলেন, "মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি আবারো প্রমাণ করেছে যে, সরকার নাশকতা ও যুদ্ধাপরাধীরদের বিচার বন্ধের ষড়যন্ত্রের কথা বলে মিথ্যাচার করেছে।

" মহাসমাবেশে সরকারের বাধাকে অসাংবিধানিক উল্লেখ করে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "সব সময় শুনে এসেছি, বিরোধী দল হরতাল করে। কিন্তু এবার বাস, লঞ্চ, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে দিয়ে সরকারই অঘোষিতভাবে হরতাল করেছে। এটা নজিরবিহীন। " তিনি দাবি করেন, পুলিশের সামনে ছাত্রলীগ কর্মীরা মহাসমাবেশে বাধা দিতে প্রকাশ্যে অবৈধ অস্ত্র হাতে হামলা চালিয়েছে, অথচ তারা ব্যবস্থা নেননি। এর জন্য একদিন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।

" সরকারের নির্দেশে টেলিভিশন চ্যানেলে বেগম খালেদা জিয়ার ভাষণ সরাসরি সম্প্রচার বন্ধ করার তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার রফিক। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.