আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশে একটু বিনোদন (ভিডিও)

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দেয় সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধানও। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের আগে বক্তব্য দিয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করেন তাঁরা। হঠাত্ই ভুলটা করে বসলেন প্রধান। আর তাতেই জোগায় হাস্যরসের খোরাক।

শফিউল আলম প্রধান বললেন, ‘এই স্বাধীনতার মাসে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা কারও দয়ার দান নয়। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চাই না। ’ শফিউল আলম প্রধানের ভুল করে দেওয়া এই বক্তব্যের ভিডিও চিত্র এখন ইউটিউবসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে তা এখন নিখাদ বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

যদিও ওই বক্তব্য দেওয়ার পরপরই শফিউল আলম প্রধানকে খালেদা জিয়াসহ নেতারা তাঁর ভুল ধরিয়ে দেন। ভিডিও চিত্রে দেখা গেছে, ওই ভুল বক্তব্য দেওয়ার পর একসময় শফিউল আলমের মাইকের সামনে থেকে পেছন দিকে থাকা নেতা-কর্মীদের দিকে চলে যান। তারপর আবার সেখান থেকে মাইকের সামনে এসে বলেন, “এই স্বাধীনতার মাসে আমরা ‘তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে’ এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চাই না। ” Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.