আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশে - এই হোক সিদ্ধান্ত (আমার কামনা)

শাবাশ তরুন তরুনী ভাই ও বোনেরা। আজকের মহাসমাবেশে সেরকম একটি দিক নির্দেশনা আসুক যা - ১। সরকারকে ট্রাইবুনালে হস্তক্ষেপ করতে বলবে না। (এটা হলে, পক্ষান্তরে জয় হবে জামায়াতের। ) ২।

প্রতিষ্ঠা করবে যে সবার উপরে জনগনের রায়। রাজনীতিকরা সর্বদাই নিজের এবং নিজের দলের মতামতকে জাতীর মতামত হিসাবে উপস্থাপন করে। এই ভ্রান্ত মতামত যেন আন্দোলনকে প্রভাবান্বিত না করে। ৩। জনগন কি চায়, তা যদি আইন সম্মত ভাবে প্রকাশ করতে পারে তাহলে, আমাদের রাষ্ট্রেরও ”আইনের শাসন নেই” বদনাম হয় না।

সরকারের উপরেও কোন অন্য দেশের চাপ থাকে না। সরকার বলতে পারে, কি করব, জনগন এটাই চায়। ৪। বাচ্চা বলে, সাপের বাচ্চা ছেড়ে দিতে নেই। জামায়াত-ই-ইসলামী বাংলাদেশ যেহেতু একটি অগনতান্ত্রিক দল সেহেতু সম্পূর্ণ দলের জড় সহ উপরে ফেলতে হবে।

[অগনতান্ত্রিক দল এই কারনে যে, আল্লাহ না করুন, যদি এরা কখনো জাতীয় নির্বাচনে জিততে পারে, এরপর এরা কি, ধর্মভিত্তিক নয় এরকম দলগুলোর রাজনীতি করতে দেবে? যদি দেয়, তাহলে তাদের শাসনকালের সাথেই যে আল্লাহর শাসন, যেটা তারা কায়েম করবে বলে, তাতো ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং ক্ষমতায় গেলে তারা অবশ্যই একদলীয় শাসন ব্যবস্থায় যাবে। ] সাধারন ভাবে, আমার মনে হয়, এরকম একটি গণভোট হলে কেমন হয়? (ছবি দেখা না গেলে ক্লিক ) বুদ্ধিদীপ্ত এবং অরাজনৈতিক দিক নির্দেশনা আসুক আজকের মহাসমাবেশ থেকে। এই কামনায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.