আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশে শপথ : গণমানুষের নেতৃত্বে গণজাগরণ চলবেই

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ রাইজিংবিডি২৪.কমযুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি না মানা পর্যন্ত গণমানুষের নেতৃত্বে এ গণজাগরণ চালিয়ে যাওয়ার শপথ নিল প্রতিবাদী জনতা। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যত গোটা দেশের মানুষ এই আন্দোলনের সঙ্গে থাকবে। সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৫ মিনিটের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত লাখো মানুষ হাত উচ্চে তুলে উচ্চারণ করে, আমরা শপথ করছি একাত্তরে যে সমস্ত ঘৃন্য রাজাকার গণহত্যা ও ধর্ষনের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে সেই জামায়াতে ইসলামীর রাজনীতি বন্ধ না হওযা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবো।

আমরা শপথ করছি যুদ্ধাপরাধী ও জামাত শিবিবের রাজনীতি নিষিদ্ধ ও তাদের নাগরিকত্ব বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে ও অনলাইনে সক্রিয় থাকব। আমরা শপথ করছি। ৭৫ পরবতী যে সমস্ত অপরাধিকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালের আওতাধীন করব। যুদ্ধাপরাধীরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক, ইবনেসিনা, রেটিনা ফোকাসসহ অন্যান্য প্রতিষ্ঠান বয়কট করব। আমরা মনে রাখব এগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে তারা এ দেশে স্বাধীনতা বিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এক কথায় রাজাকার আল বদরদের সব দিক থেকে নিষিদ্ধ করার লক্ষে কাজ করব। এমনকি যে সকল প্রতিষ্ঠান শিশুদের সাম্প্রদায়িকতায় উদ্বুদ্ধ করতে কাজ করছে তাদেরকেও বয়কট করব। আমরা আরও শপথ করছি, দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়ে যে সমস্ত জামাত শিবির রাষ্ট্রদ্রোহসম অপরাধ করেছে। পত্রিকা খবর ও টিভির ফুটেজ দেখে গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনব। যুদ্ধাপরাধীদের গণমাধ্যম নয়াদিগন্ত, দিগন্ত টিভি, আমার দেশ, সংগ্রাম, সোনার বাংলা ব্লগ বয়কট করব।

কোন অফিস বা বাসায় যুদ্ধাপরাধীদের পত্রিকা রাখব না। শাহবাগের আরও খবরের জন্য ক্লিক করুন রাইজিংবিডি২৪.কম  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.