আমাদের কথা খুঁজে নিন

   

জনসভা: মাথাপিছু ‘ভাড়া’ ৩শ টাকা

আমিতো মরে যাব চলে যাব রেখে যাব স্মৃতি.................... রাজধানীর আগামী ১২ মার্চের সমাবেশকে কেন্দ্র করে মানুষ ‘ভাড়া’ শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি- বলেছেন ‘ভাড়া’য় যাচ্ছেন এমন মানুষেরা। বিএনপির সমাবেশে ‘ভাড়া’য় যাওয়া মানুষজন বলছেন, জনসভার কয়েকদিন আগে থেকেই এই অলিখিত ‘ভাড়া’ শুরু করে দলগুলো। ইতিমধ্যে বিএনপির জনসভার জন্যে রাজধানীর বস্তিগুলোতে লোক ‘বায়না’ করা হয়ে গেছে। তাদের কেউ কেউ গত ৭ মার্চ ‘ভাড়া’ গিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশেও। (খবর : বিডিনিউজ) ‘বায়না’ হওয়া এক জন আব্দুল খালেক (৪০) থাকেন মহাখালীতে সাত তলা একটি ভবন সংলগ্ন বস্তিতে যা রাজধানীতে ‘সাত তলা বস্তি’ হিসাবে পরিচিত।

খালেকা বলেন, এলাকার ‘মঞ্জু ভাই’ তাকে নিয়ে যাবেন। “এই বস্তি থেকে এরকম আরো অনেকেই যাবেন। ” গত ৭ মার্চ তিনশ টাকার বিনিময়ে আওয়ামী লীগের জনসভায়ও ‘ভাড়া’ গিয়েছিলেন খালেক। সাত তলা বস্তি থেকেই বিএনপির ১২ মার্চের সমাবেশে যাবেন ইলিয়াস (৩০), মোজাম্মেল (৪০), সুলাইমান (১৮)। তারা প্রত্যেকে তিনশ করে টাকা পাবেন বলে স্বীকারও করেছেন।

রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এ সমাবেশ করবে ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি। গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। ‘ভাড়া’য় সমাবেশে যাওয়া প্রসঙ্গে ইলিয়াস বলেন, “বিএনপি-আওয়ামী লীগ দেইখ্যা কী হইবো। মিছিল কইরা একদিনে যদি তিনশ টাকা পাই, সেইটাই কামে লাগব। ” আগারগাঁওয়ের বিএনপি বস্তিতেও সমাবেশের জন্যে লোকের ‘বায়না’ দেওয়া হয়েছে।

ওই বস্তির ইদ্রিস আলী (২৫) বলেন, তিনি ১০ জনকে যোগাড় করেছেন। প্রত্যেকের ) জন্যে তিনশ করে টাকা বরাদ্দ রয়েছে। এলাকার একজন ‘বড় ভাই’ সমাবেশে শেষ হলে এই টাকা দেবেন বলে জানান তিনি। টাকা দিয়ে লোক ভাড়া করলেও ইদ্রিস অবশ্য নিজেকে বিএনপির সমর্থক বলে দাবি করেন। শেওড়াপাড়ায় মনোয়ার হোসেন (৩৫) নামে এক রিকশাচালক বলেন, সব রাজনৈতিক দলের বড় সমাবেশেই তিনি এলাকার দলের সঙ্গে মিলে মিছিল করতে যান।

এর আগে আওয়ামী লীগের সমাবেশে গিয়েছেন জানিয়ে তিনি বলেন, সেদিন দুইশ টাকা আর তেহারির প্যাকেট পেয়েছিলেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.