আমাদের কথা খুঁজে নিন

   

সাঁঝ তারার আলোয়

Khan IT Source এস আর এফ খান-এর অন্যান্য কবিতা! তেঁতুল গাছের ছায়াটা কোণাকুণি হয়ে লম্বাটে সরীসৃপের মতো উঠোনের পাশে উঁচুনিচু শুয়ে আছে, বাড়ির কিছুদূর থেকে যে নদীটি পরাস্ত হয়ে নৌকোর সাঁতার ভুলে গেছে `আরও দূর চলে যেতে হবে` ঠিক তখনই হাওয়ার ঝাপটায় উঠোনটায় পাকা-ফসলের মৃদু গন্ধে বাদামী দুপুর গড়িয়ে পড়ার সময় হ'ল । বুড়োটা যুত্‌সই একটা ব্যাধিতে আক্রান্ত, হাতে গোণা আর কয়েক্‌টা দিন হয়তো আদাড়ে-বিধুরে ছেঁড়া স্বপ্ন কুড়িয়েই না জেনে - না বুঝে বেঁচে থাকতে পারে, হঠাৎ কি যেন মনে করে সে; ভাতের লোকমা না মুখে গুঁজে কোমরে বাঁধা আঁটসাঁট পুঁটলিটা বা'হাতে নেড়েচেড়ে আন্দাজ করে দেখলো ভিক্ষের টাকাগুলো ঠিকঠাক আছে কি-না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।