আমাদের কথা খুঁজে নিন

   

সাঁঝ রং

আশায় আছি একদিন সবাই সত্যকেই, শুধু সত্যকেই বিশ্বাস করবে

ছোট্ট এক কোণে ছোট্ট এক ঘর সেথাই আমার বাস মাঝ দুপুরে বিশালাকায় প্রাসাদ বেয়ে আসে এক ফালি রোদ ওবাড়ির মেয়ারা তাতেই ভাগ বসায় মাঝে মাঝে মেঘ মামার খুনসুটি। আধারে বসোবাস আধার ভালবাসি যতটা না চাই, পাই তারো বেশি। আলো কেন ভাই আধারতো ভালো যখন পারো মিশে যাও কল্পনার রং কালো। পারবে কি যেতে যখন-তখন যদি থাকে আলো দিবাস্বপ্নে, না পারবে বাসতে ভালো। করি রাজ্য গঠন কিংবা প্রজা শাসন মাঝ সাঁঝে তোমায় দেয় রানীর আসন। কখনো সুশাসন কখনো স্বৈরচার কখনো আবার নানাবিদ আবিষ্কার। কল্পনাতে বানায় ছবি সুন্দর পৃথ্ব! নদী ডাকে কলকল ছায়া সুনিবিড়। দূর দেশে ডেকে উঠে চুড়ই হঠাৎ ফিরে আসি এই ঘরেতে যেথায় বসোবাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।