আমাদের কথা খুঁজে নিন

   

সাঁঝ মেয়া, নাঝমুল স্যার আর কাউয়া'র উপ্রে মেজাজ খারাপ কৈরা একটা ঢিস্টিক ঢিস্টিক

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

এ......ই ঢিস্টিক ঢিস্টিক ঢিস্টিক ঢিস্টিক ধরাইছি এক বিড়ি (এক প্যাকেটের লগে এখন একটা দেশলাই ফিরি) সাঁঝু মেয়া ঘুইড়া বেড়ায় বন জঙ্গল আর ঝোপে যতই বেটা কসম কাটুক টিকবেনাতো ধোপে নাঝমুল স্যারে সুজি ছাইড়া মাল খায় টোবা টোবা আপনারাই কন এইটা কি পায় নাঝমুল স্যারে শোভা? কাউয়া মারে টাংকি এখন বইসা গাছের ডালে আল্ট্রা মডার্ন কাক্নি পাইয়া লাগছে বাতাস পালে লেখতে গেছি প্রেমের কোবতে পাইনা খুঁইজা লাইন বিড়ির লগে কফির স্বাদটা লাগছে বড় ফাইন মেজাজ খারাপ কইরা বসছি লেখতে ঢিস্টিক ছড়া মনে রাইখেন আমার কিন্তু মেজাজ এখন চড়া ঢিস্টিক ঢিস্টিক ঢিস্টিক ঢিস্টিক ঢিস্টিক ঢিস্টিক ঢুম একটাও যদি মাইনাস পরে হইবো কোবতে গুম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।