আমাদের কথা খুঁজে নিন

   

সাঁঝ বেলার সুর-ছবি ব্লগ

আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান।

"নিয়ন আলোয় পৃথিবীর রঙ ঝাপসা পশরা সাজিয়ে বসে থাকো লাল-লাল রঙ পর্যটকের মন জুড়ে ব্যস্ততা শুভাগমনের সব পথ নির্জন।" -(কথক) আমার ছোট্ট মফস্বল। একদিকে ছোট্ট নদী 'টোক'-আরেক দিকে টিলা ঘেরা বন। প্রতিদিন তাই নিয়ন আলোর ভীড় ঠেলে ছুটে যাই সন্ধ্যে নামাতে-যেন সাঁঝ বেলার সুরটা কোমল স্বর ছুঁয়ে, ধনেশ্রী রাগ বেয়ে নামতে থাকে উদারা সপ্তকে। সেই সুর খুঁজে পাই এই ছবি গুলোর মাঝে। আমার মফস্বলে এভাবেই সন্ধ্যা নামে... ছবির জন্য কৃতজ্ঞতাঃ ফইটকা, পুঁইচকা, ফাটাবাঁশ এবং গুটগুটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।