আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার সোনালী যুগের গান.

সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই গান উপমহাদেশের সিনেমার একটা বিশেষ বৈশিষ্ট। শুধু মাত্র গানের জন্য সিনেমা চলেছে এমন সিনেমার সংখ্যা নেহাত কম না। এখনকার বাংলা সিনেমার “ টিপ্পা দিলে গইলা যাইবো” টাইপ গান শুনে ভাবার কোন অবকাশ নেই যে আমদের সিনেমার গান সব সময় এমনই ছিলো। এক সময় আমদের সিনেমাতেও ছিলো আসাধারণ সব গান। সেই সময়ের রোমন্টিক গান গুলো আজ ও আমদের মনকে ছুয়েঁ যায়।

ইউটিউব ঘেটেঁ সেইসব সোনালীদিনের গুলো এক সাথে নিয়ের আসার প্রয়াস থেকেই আমার আজকের ব্লগ। ১। আয়নাতে ঐ মুখ দেখবে যক্ষণ….কপোলের কালো টিপ পরবে চোখে…. রাজ্জাক , শবনমের “ নাচের পুতুল” সিনেমার অসাধারন এক গান নায়িকা শবনমের চোখে মুখে অভিব্যাক্তি “সেই রকম” ২। ইটুশ খানি ডাকো…..ভালোবাইশা একবার তুমি বউ কইয়া ডাকো( আফসুস কনো মাইয়া আমারে এই কথা কইলো না ) সিনেমার নাম বধু বিদায় ,গায়িকা সাবিনা ইয়াসমিন, নায়িকা কবরির মুখ অসাধারন, যেভাবে নায়িকা “বউ” বলে ডাকার আনুরোধ করছে কোন যুবকের আবেদনে সারা না দিয়ে ৩। নীল আকাশের নীচে আমি… অসম্ভব সুন্দর একটা গান, সিনেমার নাম “নীল আকাশের নীচে, মুক্তি পায় ১৯৬৯, নায়ক রাজ্জাকের সিনেমা জীবনের স্মরণিয় সিনেমা।

পরিচালক নারায়ণ ঘোষ। গায়ক আব্দুল জব্বার। ৪। প্রেমের নাম বেদনা ( বন্ধুদের অভিজ্ঞতা থেকে যতদুর বুজি প্রেমের নাম আসলেই বেদনা.) রিসেন্টলি যারা ছ্যাকা খেয়েছেন তারা মনযোগ দিয়া শুনেন ,এই গানের দুইটা অংশ আসে, আর একটা হল প্রেমের নাম বাসনা, ঔ টা নয়া প্রেমিক ভাইদের জন্য। ৫।

নাই টেলিফোন নাই রে পিয়ন টেলিফোন আর চিঠি দুইতাই বিলুপ্তির পথে। এখন আমদের আসে মোবাইল, ফেসবুক, ইয়াহু। তারপর ও আমরা মনের কথা আমরা “বন্ধুর” কাছে মনের কথা পৌছাইতে পারি না। সিনেমার নাম কুসুম কলি। ইলিয়াস কাঞ্চন, সুচরিতা অভিনিত, গায়িকা রুনা লায়লা।

৬। বেদের মেয়ে জোসনা বেদের মেয়ে জোসনা সিনেমাটা কে বলা হয় বাংলা সিনেমার সবচেয়ে “হিট” ছবি। ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনিত ৭। যদি বউ সাজো গো বুলবুল ও ববিতা অভিনিত। গান শুরুর আগের নায়ক নায়িকার কথা গুলো শুনেন।

পুরা সেই মাপের লুল ৮। তুমি এসে ছিলে পরশু কাল কেনো আসোনি নাইম-শাবনাজ অভিনিত ৯। আসেন আমরা মোক্তার, আসেন আমার ব্যারিস্টার… সিনেমার নাম গোলাপী এখণ ট্রেনে, পরিচালক আমজাদ হোসেন, ১৯৭৮ সালে মুক্তি প্রাপ্ত। ববিতা, ফারুক, আনোয়ার হোসেন অভিনিত। এরপরের সব গান গুলো শুধু সালমান শাহ অভিনিত।

কেয়ামত থেকে কেয়ামত মুভির “ এখন তো সময় ভালোবাসার” এর পর “ভালো আসি ভালো থেকো” সিনেমার নাম তোমাকে চাই। ইউটিউপে শ্রোতাদের কমেন্টগূলো পরে দেখেন। গানের লেখক সম্ভবত রুদ্র শহীদুল্লাহ। শেষ করবো মন খারাপ করা একটা গান দিয়ে….সত্যের মৃত্যু নেই সিনেমার “চিঠি এলো জ়েল খানাতে” সবাই ভালো থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.