আমাদের কথা খুঁজে নিন

   

কার জন্য লেখাপড়া করবো?

এতদিন ত শুধু লোকমুখে শুনেছি বা গল্প উপন্যাসে পড়েছি| আজ নিজে প্রত্যখ্য করলাম। দোস্ত ইমেজের বোনের বিয়েতে গিয়েছিলাম| নয়াবাজার মোড়ে একটি কমিঊনিটি সেন্টারে| জড়ের রাত তাই সাড়ে ১২টার মধ্যে সব শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়ে এলাম| মক্কিকে একটা রিকশায় উঠিয়ে আমি আরেকটা রিকশা নিয়ে আসতে থাকলাম| হঠাৎ তাহসানের আলোআলো গানটা শুনে রিকশাওয়ালার দিকে তাকিয়ে আমি অবাক! আমার বয়সি ছেলেটা কি হ্যান্ডসাম আর বলিষ্ট দেহের অধিকারী! সরাসরি জিগ্গেশ করে ফেল্লাম যে ভাই কিসে পড়েন? আস্তেআস্তে জানতে পারলাম সে এবার ইন্টারমিডিয়েট দিয়েছে, দেওয়ানহাট একটা ম্যাচে থাকে| সে তার সম্পুর্ন খরচ চালায় কিন্তু তার লেখাপড়ার শর্ত হল গ্রামে বাবার কাছেও টাকা পাঠাতে হবে| সিটি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে| কোচিং না করেই ভার্সিটিতে টিকবে বলে তার যে কনফিডেন্স তাতে আমি মুগ্ধ| তার শেষ চমকটা হলো, শরীর বানানোর জন্য আপনারা জীমে যান আর আমি নাহয় এভাবেই! এক প্রশ্নের জবাবে সে বল্ল অনেকেই নানা রকম সহযোগিতা করতে চায় কিন্তু কাউকে সুযোগ দেইনা| আমার কন্ঠসর জড়িয়ে গেল| আর কোন কথা হয়নি| বাসার সামনে এসে নেমে ৩০টাকার ভাড়া ৫০টাকা সাধার সাহস হয়নি| বাসায় এসে কাপড় চেন্জ করতে করতে ভাবতে থাকলাম, কক্সবাজারে যাওয়ার জন্য ২হাজার টাকা দেয়নি বলে অগ্রিম ৩হাজার টাকা দেয়া কচিং এ যাচ্ছিনা আব্বুর সাথে রাগ করে। লেখা পড়াটাই ছেড়ে দেবার চিন্তা ছিল। কার জন্য লেখাপড়া করবো? তারা তো আমায় কিছু দিচ্ছেননা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.