আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ গঙ্গার পানির হিস্যা-মমতার বঙ্গীয় আস্ফালন

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। ব্যাপারটা একেবারেই গোলমেলে লাগছে মিডিয়াতে মমতার আস্ফালন দেখে। বাংলাদেশে নাকি গঙ্গার পানি বেশী চলে আসছে। আর সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি মমতার ক্ষোভের সীমা নেই। মিডিয়ার সামনেই তিনি সেই ক্ষোভ ঝাড়লেন।

গোলমালটা আমার এখানেই লেগেছে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পেয়ে বাংলাদেশের মানুষ বছরের পর বছর নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এর মূল্য দিয়ে আসছে। আমরা নানাভাবে গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য দাবী জানিয়ে আসছি। তাহলে কোনটা সত্য ? কোনটা বিশ্বাস করব আমরা ? মমতার ব্যানার্জীর যে মূর্তি দেখলাম তাতে মনে হয় আবারও একটা আর্ন্তজাতিক শালিস-বৈঠক দরকার হবে আসল গোমড়টা কোথায় তা বের করে আনার জন্য। এই দুটানায় পড়ে ভারতের প্রধানমন্ত্রী কোন অবস্থানে যাবেন সেটাই এখন দেখার বিষয়।

একদিকে হাসিনা, আর একদিকে মমতা। শেষটা দেখার অপেক্ষায় থাকলাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।