আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : প্রলাপ

আমার ঘুম না আসা রাতে তোমার ছায়া খেলা করে অন্য ছায়ার সাথে আমি একসময় ভায়োলিন বাজাতাম,ক্লাস ফোর পড়ি তখন । বাজাতে শুরু করেছিলাম খেয়ালবশে,কিন্তু সমস্যা হয়ে গেলো আমার নরম হাত । প্রায়ই তার দিয়ে আমার হাত কেটে যেতো,এক পর্যায়ে না পেরে করুন সুরের ভায়োলিন বিসর্জন দিয়ে দিলাম । আজকাল খুব বিষাদে থাকি,বাজাতে ইচ্ছে করে খুব ৪টা তারে বেদনাভরা সুর কিন্তু পারিনা । আমি যখন বিষাদের সমুদ্রে তলিয়ে যাই কেউ আসেনা আমার কাছে ।

তখন ইচ্ছে করে একা একা দূরে বহুদূরে চলে যেতে যে পৃথিবীটার মোড়ক দুঃখ দিয়ে তৈরি । আমি খুব ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি এই ব্যাথার সাথে । আমার আজ হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করেছিল কিন্তু থামিয়ে দিয়েছি সব । আমার প্রিয় ঋতু বর্ষা । ঐসময়টায় আকাশকে আমার সবচে বড় মিতা বলে মনে হয়,মায়া লাগে খুব ।

এমন লাগে যেনো আকাশটা তার অসীম দুঃখের বরফ গলিয় অঝোরে কাঁদছে, আমিও প্রায় কাঁদি এভাবে । অন্ধাকারের বন্ধঘরে একটা কোণে নিঃস্ব হয়ে জেগে থাকি,ফুপিয়ে ফুপিয়ে কাঁদি । গোটা পৃথিবীর মানুষের উপর অভিমান হয় আমার । আজ চাইছি খুব বৃষ্টি হোক খুব আমি এই সাড়ে ৪টায় চুপি চুপি ছাদে গিয়ে কাঁদবো অনেক কাঁদবো । আমার ভাবনায় ভুল ছিলো না ভুল ছিল প্রত্যাশায় আজ সেই ভুল বেলা শেষের অবেলায় আমায় কাঁদায় আমি কাঁদি অঝোর ধারায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।