আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : I Don't Know Why, But I Love to See You Cry Durba

আমার ঘুম না আসা রাতে তোমার ছায়া খেলা করে অন্য ছায়ার সাথে আমি এখন অন্য মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি কথার সাথে আমার এখন তুমুল খেলা । খুব সুন্দর করে কিছু অংশের সমাপ্তি টানতে বেশ ভালো লাগে । ভায়োলিনটা নিয়ে বসেছিলাম, বাজালে বিষাদসুর কিন্তু আমার মাঝে বিষাদ নেই । "আমি ক্যামনে মানুষ হই? আমার দীর্ঘশ্বাস আজ বাতাসে মিশে ছেড়ে যায় আমারে না জানি কিসের অভিমানে । " প্লেলিস্টে একের পর এক গান বেজে যাচ্ছে ।

বিছানার পাশে গীতবিতান,বিষ্ণু দে,বিনয় মজুমদার,মহাদের সাহা গড়াগড়ি খাচ্ছে । আজ হেলাল হাফিজ নেই,ভেতরে জন্মানো নীল বনভূমি নেই । আমি বিশ্বাস করি যা, আজ তাই হয়েছে। রাত জেগে থেকে শাড়ি পড়ে বসে থাকা অথবা আলমারির উপর বসে গান শোনার পাগলামি আজকের জন্য ঝেটিয়ে বিদায় করেছি । পৃথিবীর সবচে সুন্দর দৃশ্যের মাঝে একটা হল আয়নার সামনে দাড়িয়ে নিজের চোখের জল দেখা ।

গাল ভিজিয়ে দেয় সেই পানি, চোখ ঝাপসা....আমি নিজেকে কাঁদতে দেখতে ভালবাসি । আজ যদি কেউ এসে এই দৃশ্য দেখা বন্ধ করে দেয়? এবং এখন সেই সময় এমন রাতে কারো ঘুম ভাঙিয়ে বলা, 'ভালোবাসি' অথবা কোন কবিতার বইয়ের ভাঁজে এক ছোট্ট চিরকুট শুধু তার জন্য । রাতকে বড্ড বেশিই ভালবাসি,প্রতিটা রাত জন্ম জন্মান্তরের রাত । মীনাকুমারীর শায়েরীর চেয়েও সুন্দর কাটে রাত গুলো । নিজের চোখের জলের প্রতি লুকিয়ে থাকা ভালবাসা, আর প্লে লিস্টের গান ।

Enrique জানতো কোন একদিন তার একটা গান আমি আমার করে নেবো । Are you coming to the moment When you know your heart can break? I'm inside you, I'm around you I just wanna hear you cry again I don't know why, But I love to see you cry ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:২৬ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।