আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন কবিতা

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি মনে আছে? কোন এক স্নিগ্ধ সন্ধায়, কোন নির্জন রাস্তায়, এক নিলাম্বরিকে দেখেছিলাম । তাকে সন্ধায় দেখেছিলাম, তাই বলেছিলাম, তুমি সন্ধ্যা নিশিটা অনেক স্নিগ্ধ ছিল, তাই বলেছিলাম তুমি স্নিগ্ধা । তাকে আমি এই প্রথম দেখি নি, তাঁর খোলা চুল আমি আগেও দেখেছি, কিন্তু তাকে সেদিন খুব অচেনা লেগেছিল লেগেছিল অনেক অন্যরকম । তাকে আমি সেদিন ভয় পেয়েছিলাম হয়ত- ভালবাসার শুরুটাও সেখানে ছিল । নিরবে তাকিয়ে ছিল কতগুলো জোনাক পোকা, আর..... আর আমার ঈশ্বর ।

কি অদ্ভুত মিল তাঁর,আমার আর সেই জোনাক গুলোর, ক্ষীণ আলোর দুতি আমার চোখকে ধাধিয়ে দিয়েছিল । ঝিঝি পোকারা দেখছিল এ যেন আমাদের মনের, সব গুলো রঙ মেখে, হোলী খেলার উৎসব । অদ্ভুত ভাল লাগা ছিল আমার মনে, এ এক অন্য অনুভুতি । সে বলেছিল, "তোমাকে ভালবাসি" আর আমি হেসে বলেছিলাম , "পাগলী" সে দিন তাকে বলেছিলাম ভাবতে ভাললাগা আর ভালবাসা একনয় । মোহ কেটে গেলে জানতাম, কষ্ট আমাকেই পেতে হবে ।

আমার মত সূখি হয়ত তখন সেও ছিল । সেও ভাসছিল, ফুলের আধারে ক্ষণিকের সুখি ছিল দুটো জোনাকি । যাদের আলো ছিল ক্ষনিকের যাদের মোহ ছিল বেশি যাকে তাঁরা বলত ভালবাসা , যাদের সুন্দর কাব্যময় ভালবাসা শেষ হয় ............ অন্তহীন অনিশ্চয়তার আলো-আধারির অসীম গন্তব্যহীন এক পরিসমাপ্তিতে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।