আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন কাব্য

এ কি মানুষের জীবন ! নিভু নিভু প্রদীপের মত জ্বলে থাকা। এ কি জোনাকীর জীবন! ক্ষুদ্রপরিসরে হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা। যে জীবনে দারীদ্র আঘাত হানে প্রতনিয়ত যমদূত যখন তখন ছোটে আসে। সিথীর সিঁদুর মোছে যায় রঙিন পোষাকগুলো জমে থাকে শেলফে। সাদা কাপড় আর নিরস জীবন চুপচাপ নিথর নিরব ছন্দহীন কাব্যের মতন। মাঝে মাঝে হাহাকার, হৃদয়বিদারী চিৎকার বাঁজে শোক সঙ্গিত হয়ে ব্যথিত হৃদয়ে। নতুন নতুন ধ্বংসস্তূপ থেকে আর্তনাদ ভেসে আসে সঙ্গে প্রিয়জন হারানোর চিৎকার হাহাকার। তাদের দুঃখকাব্য নিয়ে মেতে ওঠে নগ্ন রসিকতায় উন্মাদেরা রসালো কথনে মেতে ওঠে উন্মত্ততায় রক্তে বিপ্লব আসে রক্তে ক্ষমতার আসন মজবুত হয় মরণে সঞ্জীবিত হয় অপার সম্ভাবনা যমদূতের হাত ঘুরে অধিতার প্রতিষ্ঠা পা্য়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।