আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন শূণ্যতায় আমি

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

প্রবাহমান অন্ধ সময়ে চিহ্ন ছাড়া প্রশ্নেরা.. না দেখা কিছু দৃশ্যপট চক্ষুশূল যখন... চিৎকার করে বলে উঠে মাঝ রাত্রির সমস্ত নৈঃশব্দ ভেঙে, 'চিহ্ন দাও'... হাতের কলমে স্বর্ণের কারুকাজ সমস্ত গ্লানি আর ব্যর্থতায় দায় নিয়েও জ্বল জ্বল করে জ্বলে, যেন চিতার আগুন.. প্রশ্নেরা তাদের প্রশ্নের জবাব পায় না তখনও তাদের 'চিহ্ন দাও' দাবিতে আলোর প্রতিফলন দুমড়ে যাওয়া বুকের হাঁড় ভেদ করে চলে যায় সীমানা ভেঙে... অতীত-বর্তমান বা অনিশ্চিত ভবিষ্যত বলে আর কিছু থাকে না তখন। ১০/০৭/১০ [ছবি: ইন্টারনেট]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।