আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যার গল্প

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) আজকে আমার রাজকন্যার গল্প বলবো সবাইকে। আমার রাজ্যে থাকবে ছোট্ট একটি রাজকন্যা ঠিক যেনো এমনটি চুপটি করে ঘুমিয়ে থাকবে আর আমি সব কাজ বাদ দিয়ে চেয়ে চেয়ে দেখবো।

তার পর যেই আমি রান্না করতে যাবো অমনি রাজকন্যা ঘুম থেকে উঠে কান্নাকটি না করে লক্ষি মেয়েটির মতন চিন্তা করতে থাকবে মা গেলো কই মা গেলো কই...মা এসে রাজকন্যাকে গোসল করিয়ে এমনটি করে সাজিয়ে দেবে । তা...র পর রাজকন্যা সারা... বাড়ীময় মা'র সাথে লুকোচুরি খেলবে । রান্নাবাটি করবে খেলতে খেলতে রাজকন্যার সাজুগুজু সব শেষ । তার পর সন্ধ্যে হয়ে এলো, কিন্তু বাবাতো বাসায় ফিরলো না! এবার রাজকন্যা বাবাকে দিবে ফোন হ্যালো বাবা...তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরছ না কেন...ওকে বাবা রাখছি। বাবার ছুটির দিনে রাজকন্যা বাবার সাথে এভাবে সাজুগুজু করে বেড়াতে যাবে।

মা যখন রাজকন্যাকে গল্প বলে শোনাবে তখন মার দিকে এভাবে তন্ময় হয়ে তাকিয়ে থাকবে। আস্তে আস্তে রাজকন্যাটা এরকম ডানা কাটা পরী হয়ে উঠবে। আজ এপর্যন্তই। আরেক দিন নাহ সময় পেলে আবার রাজকন্যার গল্প করবো... পিচ্চি বাচ্চাদের অনেক ভাল লাগে। প্রায়ই নেটে ঘেটে বাচ্চাদের ছবি দেখি আর কল্পনার জগতে হারিয়ে যাই।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।