আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যার এ্যালবাম

আমার মন খারাপের পরেও, আমি আছিরে তোর পাশে... আমার রাজকন্যা........ইতিমধ্যে আমার ব্লগ দুনিয়ায় আমারি মত পরিচিত হয়ে গেছে। আমার অনেক অনেক প্রিয় ব্লগার-রা আমার রাজকন্যাটিকেও আমারি মত ভালোবাসেন। আর তাই আমার জানপাখি-র কিছু মুহূর্ত আমি তাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা। আমার কন্যারত্নটির আজ ২ বছর সাত মাস ১৭ দিন বয়স। সে বড় হয়ে গেছে।

প্রায়ই সে আমার মাথাটা তার বুকে জড়িয়ে ধরে বলে "মা, আমি বড় হয়ে গেছি। এই দেখো। " মানে তার মাথা আমার মাথার উপরে। আমি বলি "হ্যাঁ মা, তুমি বড় হয়ে গেছো। " কিন্তু মনে মনে বলি "বড় হোসনা মা।

এতটুকুন থাক। তোকে আমি আগলে রাখি আমার সমস্ত ভালোবাসায়। " তবু বড় সে হবেই। ও যে এখনো জানেনা বড় হওয়ার যন্ত্রনা। আমার কন্যা কাঁদতে বড় ভালোবাসে।

পান থেকে চুন খসলেই কান্না। মাঝে মাঝে তার কান্না-কে পাত্তা না দিয়ে চুপ করে যখন বসে থাকি, তখন সে কাছে এসে বলবে "মা আমি কানছিলাম। " যাক ভূমিকা বড় না করি। এটা আসলে আমার কন্যার এ্যালবাম। চলে যাই তার ছবিতে.......... ১) ২) ৩) ৪) ৫) ৬) ৭) দৌঁড় মায়ের পিছু পিছু ৮) ঝর্নার কাছে যেতে না দেয়ায় কান্না ৯) অগত্যা ঝর্নার কাছে যেতে দিতে হোল ১০) এখানে ঝর্নার পানি নিয়ে খেলা করার ছবিটা আপলোড হোলনা ১১) পেপে খাওয়া চলছে ১২) চেটেপুটে খেতে হয় ১৩) আবার ১৪) শুধু অন্যরা ছবি তুলবে? সেও পারে।

১৫) ১৬) সেই সবাইকে নিরাপদে নিয়ে যায় ১৭) ১৮) ১৯) ২০) তার পারফরমেন্স ২১) ভাবছি বসে ২২) ২৩) ফ্লোরের কিছু দুরবীন দিয়ে দেখতে হোলে উল্টো করে ধরতে হবে ২৪) মামা...........খা-মনি সবাই লাইনে দাঁড়াও.........হাসো ২৫) সবাইকে ফ্লাইং কিস্ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।