আমাদের কথা খুঁজে নিন

   

পরগাছা

হৃদয় থেকে বাংলা ভাষা কে ভালবাসি.................. ঐ যে রাস্তার বাক, এখানেই দাড়িয়ে থাকতে চায় মন। অনন্তকাল ধরে বুড়ো অশ্বথ গাছটার নিচে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত। রাতে ঝিঝি পোকার ডাক, জোনাকির লুকোচুরি, লজ্জায় মেঘের ঘোমটা টানা চাঁদ, আর নিস্তব্ধ অন্ধকারের সাথে কানাকানি। আবার আসে সকাল, আসে কোমল সোনা রোদ, আসে রাখাল, আসে কৃষক, আসে ব্যস্ত নগরীর অনেক যানবাহন।

এভাবেই জীবন চলে যায়, বাস্ততার মাঝে প্রকৃতি খোঁজে জীবনের মানে, খোঁজে একটি ব্যস্ততাহীন সত্ত্বা। আমি ঠায় দাড়িয়ে থাকি, আমিও খুঁজি, তবে জীবন নয়, জীবনের মানে নয়, সময় নয়, বাস্ততা নয়, এগুলো কঠিন বিষয়। খুঁজি এতটুকু আশ্রয়। । ।

। । । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।