আমাদের কথা খুঁজে নিন

   

পরগাছা

কাল তুলেছি মাথায় খুব বেশি কি অন্যায় হবে আজ যদি পায়ের নিচে নামায় তুমি তো সেই পরাশ্রয়ী ভালো মত ই খাঁমচে ধরে উঠতে পারো হৃদয় মাটি হচ্ছেমতো নিচে নামতে পারো পরগাছার মত ই সব টুকু রস শুষতে পারো যেখানে খুশি, হোক তা কঠিন পাথর কি নরম মাটি; ঋতু ব্যতি রেখে ই মোহনীয় ফুল ফুঁটিয়ে আনতে পারো নতুন ভোঁমড় ইচ্ছে মতো ভুলোমন পাখির ঠোঁটে যেতেই পারো যাই না বলেই দূরের দেশে, আমি তো একটু শোধ নিতেই পারি যে করলো এতোটা ক্ষত হৃদয়ে করে ঘাঁটি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।