আমাদের কথা খুঁজে নিন

   

সায়েন্স ফিকশন - নিখোজ ৩৭

সিগারেটটা এস্ট্রেতে গুঁজে দেয়া ছাড়া কোন উপায় নেই । তন্ময় আরেকটা সিগারেট ধরায় । এখন গভীর রাত , তন্ময়ের খুব প্রিয় সময় । পাশেই আছে তনু , গভীর ঘুমে । সমাজের ভাষায় , এটাকে পরকীয়াই বলে তবে ততটা খারাপ নয় তন্ময় আর অর্পার সম্পর্কটা ।

অর্পা তন্ময়ের কলিগ আর গোপন ষড়যন্ত্রের বিশ্যস্ত সহযোগী । এখনই অর্পার ফোন আসার কথা । কিছুটা অধৈর্য হয়ে পড়ে তন্ময় , মদের গ্লাস পূর্ণ করে প্ল্যান আবার ঝলসে নেয় । তন্ময় নাসার বোর্ড অব কমিটির অন্যতম সদস্য । সম্প্রতি জর্ডানগ্রহের বুদ্ধিমানপ্রাণীদের সাথে যোগাযোগ হয়েছে ।

তারা ৩০টা হিউম্যান বডি চেয়েছে বিনিময়ে নাসাকে দেবে পর্যাপ্ত পরিমান লিউরিক (Lk) । লিউরিক পদার্থের ক্ষমতা সম্পর্কে কোন ধারনা নেই জর্ডানবাসীর । লিউরিক দ্বারা সৃষ্য পরমানুবোমা চাঁদের সদৃশ যেকোন গ্রহকে তার কক্ষপথ থেকে প্রায় ১মিটার সরিয়ে ফেলার কৃতিত্ব রাখে । লিউরিকের কথা মনে পড়তেই তন্ময় মৃদু হাসল । লিউরিক তার হাতের নাগালে এলেই পুরো পৃথিবী হাতের মুঠোয় ।

এই গোপন ষড়যন্ত্র সম্পর্কে নাসার বিন্দুমাত্র ধারনা নেই । মদের বোতলটা একদম খালি । আজ পেটে বেশি পড়ে গেছে । মনে মনে অর্পাকে গালি দেয়াটা কর্তব্য , এখনো ফোন আসেনি । হঠাত্‍ ঘরের মেঝেতে একটা ছায়া দেখল তন্ময় , আস্তে আস্তে বড় হচ্ছে ।

প্রথমে মদের কেরামতি ভেবে গুরুত্ব দেয়া হয়নি .... এতক্ষনে বিরাট আকার ধারন করেছে , অনেকটা ব্লাকহোলের মত । আপনমনেই হাসল তন্ময় ; তার বেডরুমে আস্ত একটা ব্লাকহোল হেটে বেড়াচ্ছে । তনুকে ডাকলেই বোঝা যাবে আসলে ব্যাপারটা কি । তনুকে ডাকতেই পরিচিত ২0,000 Hz এর একটা শব্দ কানে বাজল । তাহলে চোখদুটো সত্যি কথা বলছিল ...... জর্ডানবাসীর এরকম করা উচিত হয়নি ।

পরদিন সকালে নিউইয়র্কে বিজ্ঞানী তন্ময় ও তার স্ত্রীসহ মোট ৩৭জন নিখোজ । পুরো শহর যখন আতঙ্কে , অর্পার মুচকি হাসিটা কেউ লক্ষ্য করেনি ....... _Tushar ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.