আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনে জানা আপু.....

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য । কিছটা সময় আগে জানা আপুর সাথে কথা হলো । কেমন আছেন বলতেই আপু বললেন খুব ভালো আছি তিনবেলা খেয়ে । বুঝতে পারলাম তিনি কতটা ক্ষোভ নিয়ে কথা বলছিলেন ।

গতকাল তিনিও ছিলেন শহীদ রুমি স্কোয়ার্ড এর সাথে । জানাচ্ছিলেন সেখানে কি অবস্থায় আছেন নিলয় ভাইয়ারা । গতকাল রাত আড়াইটায় শহীদ রুমী স্কোয়াড আমরণ অনশনের একশ ঘন্টা পার করে । কিন্তু সরকার থেকে কেন এখনো কোন পদক্ষেপ নেওয়া হলোনা সে বিষয়ে তিনি খুব বেশি ক্ষিপ্ত । তিনি জানালেন, কর্তব্যরত ভলান্টিয়ার ডাক্তার জানিয়েছেন তাদের অবস্থা খুব ভালো নয় ।

তিনি সর্বক্ষণিক তাদের চেকআপ করছেন । আপুকে বললাম, মিডিয়ারা কোন ভুমিকা রাখছেনা । ফেসবুকে বা ব্লগে সব সময় ঢুকতে পারিনা । অস্থির লাগে ভাইদের জন্য । তাদের কি খবর ।

টিভি চ্যানেলগুলোতে তাদের চেহারা দেখার অপেক্ষায় থাকি কিন্তু কোন খবরই দেখায় না চ্যানেলগুলো । আর ভাবতে ভালো লাগে না… ঢাকার গণজাগরণ মঞ্চের ২১ ফেব্রুয়ারীর মহাসমাবেশ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাত-শিবিরের নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ২৬ মার্চ পর্যন্ত যে আল্টিমেটাম দেওয়া হয়েছিলো, সরকার সেটি না মানায়, এবং এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায়, ঢাকায় শহীদ রুমী স্কোয়াড এর সাত তরুণ একটি অনশন কর্মসূচীর সূচনা করেন । তাদের এই অনশন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে রংপুর তারুণ্য চত্বরে আজ ৩১ মার্চ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংহতি অনশন কর্মসূচী পালিত হতে যাচ্ছে । অতপর জানা আপু বললেন এই সমস্ত তরুনরাই পারবে জয় ছিনিয়ে আনতে । তোমরা ভালো থেকো, সাবধানে থেকো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।