আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনে উপন্যাস এবং এসএমএস........

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............
১. গতবছর জাপানের শীর্ষ বিক্রিত ১০টি বইয়ের ৫টিই ছিল মুঠোফোনে লিখিত উপন্যাস! মোবাইলের সংক্ষিপ্ত বার্তা বা এসএমএস ব্যাবহার করে লেখা হয়েছে এসব উপন্যাস। এসব গল্পের অধিকাংশ লেখকই তরুনী, অনেকটা ডায়রির স্টাইলে লেখা হয় এসব উপন্যাস। রোমান্টিক ধাচেঁর এ উপন্যাসের ভাষাও কিন্তু এসএমএস এর মতন সংক্ষিপ্ত শব্দ ব্যাবহার করে লেখা হয়। 'Love sky' নামক একটি উপন্যাস ইতোমধ্যে ২০ মিলিয়ন বা ২ কোটি লোক পড়ে ফেলেছে তাদের মোবাইল বা কম্পিউটারের পর্দায়। যখন এই উপন্যাসটি কাগজের বই আকারে বের হয় তখন এটি সর্বাধিক বিক্রিত উপন্যাস হিসাবে জাপানে নতুন রেকর্ড গড়ে। বর্তমানে 'Love sky' নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। যদিও সাহিত্য সমালোচকরা দারুন চটেছেন এই মুঠোফোন উপন্যাস নিয়ে। তাঁদের যুক্তি এসব লেখার প্লট ও চরিত্র অতি দূর্বল এবং এটা জাপানের সাহিত্যকে নিচে নামাচ্ছে। ২. শুধুমাত্র ফিলিপিনে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০০০০০০০০(৪০ কোটি এসএমএস) আদান প্রদান করা হয়!! ফিলিপিনে কি এস.এম.এস. ফ্রী নাকি? কথা না বলে মনে হয় শুধু ম্যাসেজই পাঠায়! [তথ্যসূত্রঃ Reader's Digest,September2008]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।