আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনে একদিন

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

শেষ বছরের কোন এক সময়, আসো, আজকে তোমার সংগে এক খেলা খেলি। ভাবার তেমন কিছু নাই। জাস্ট তোমাকে দুটি অপশান দেবো, তুমি তোমার মতো বেছে নিবে। প্রশ্নটা তোমার মনের মতো ভেবে নিতে পারো।

আমি বললাম। : তাতে কি হবে? : তেমন কিছু না, হয়ত। দেখি তুমি আমায় কতটুকু জানো, আমায় কতটুকু বোঝো। মেয়েদের তো জেনে শেষ করা আমার কাজ না, বুঝতেই পারো। আমিও চাই না, যে তুমি আমায় পুরোপুরি জানো।

আমাদের ফ্রিকোয়েন্সি কতটা ম্যাচ করে সেটাই জানা দরকার। : ঠিক আছে। শুরু করো। : কানের দুল না নাকের ফুল? : হুম!! বুঝছি। নাকের ফুল।

: ক্লিন সেইভড না খোঁচা খোঁচা দাড়ি? : খোঁচা খোঁচা দাড়ি। : ঘামের গন্ধ না আফটার সেভ? : আফটার সেভ না। : কিস না বাইট? : দ্বিতীয়টা। : প্লেইন না ডটেড? : জুতা চেনো?? এই বছরের কোন এক সময়, : বিয়ে করেনি, এখনো?। আমায় বললে।

: এনগেজমেন্ট হয়ে গেছে তো। আর, তাছাড়া তোমার কি ধারণা, তুমি ছাড়া কি আমার জীবন থেমে থাকবে নাকি? : আমি তা বলিনি। কানাডা যাবার পর, তোমার কথা ভীষণ মনে পড়তো। অনেকদিন ভেবেছি ফোন করব। কিন্তু, ওর ভয়ে করতাম না।

খুব একটা সুখে ছিলাম না। আমার পিঠে ওর বেল্টের দাগ এখনো র‌য়েছে। পরে, ডিভোর্স নিয়ে ব্যস্ত হয়ে গেয়েছিলাম। : ওকে। দুঃখিত তোমার কথা শুনে।

আমি এখন রাখি। আসলে, এখনই ওর ফোন আসবে। বুঝতেই পারছো হবু বউকে আমার সময় দেওয়া দরকার। তাছাড়া, এখন আমরা একজন আরেকজনকে জানার চেষ্টা করছি। বাই দ্যা ওয়ে, তুমি আমায় মাঝে মধ্যে অবশ্যই ফোন করবে।

ঠিক আছে? ...... এখন ২০০৮। লাইলির প্রেমে ধোঁকা খেয়ে মজনুর মতো মরে যাবার টাইম আমার নাই......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।