আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনে মিথ্যাচারের ছড়াছড়ি!

আমি কোন লেখিকা নই। সুতরাং এখানে এসে আপনার মূল্যবান সময় অপচয়ে আমি দায়ী নই। শিল্প সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-মানুষ-প্রকৃতি পরিবেশ-পরিস্থিতি কাল সবই আমার জীবনের মহৎ অংশ।

দশ বারো দিন আগের ঘটনা। রাইডারে করে উত্তরা থেকে যাচ্ছিলাম শাহবাগ।

অনেক লোকের মাঝে হঠাৎ একজনের মোবাইল বেজে উঠলো। কিন্তু আলাপচারিতার পরে শুনতে পেলাম তিনি বলছেন, 'এইতো আর মাত্র 5 মিনিট, আমি ফার্মগেট পার হয়ে কাওরান বাজারের কাছে। রাস্তায় ভীষণ জ্যাম কী করবো বলো! মোবাইলের ঐ প্রান্ত হতে হয়তো শ্রবণকারী কথাটি বিশ্বাস করলো। কিন্তু বাসে থাকা আমরা বুঝতে পারলাম যে এর শতভাগই মিথ্যা কথা। কারণ আমার অজ্ঞাত কারনে সেদিন উল্লেখ করার মত তেমন কোনো জ্যাম ছিল না এবং যখন তিনি কথা বলছিলেন তখন সবেমাত্র বনানীর চেয়্যারম্যান বাড়ি পার হচ্ছিলাম।

পরে ভদ্রলোকটিকে শাহবাগে নামতে দেখেছিলাম। অত্যাধুনিক যুগে মোবাইলের ব্যবহার আমাদের উপকৃত করেছে বটে কিন্তু ক্ষতিও কম করেনি। আমরা ছোটকাল থেকেই শুনে এসেছি_ 'মিথ্যা বলা মহাপাপ'। কিন্তু আজ এসব কথা যেন শুধু উপরে তুলে রাখার জিনিস, কারণ সর্বত্রই মিথ্যাচারের ছড়াছড়ি! আমাদের মূল্যবোধকে আরো একটু জাগাতে হবে। এই মিথ্যাচারের কারণে আমাদের আশপাশের শিশুরাও প্রভাবিত হচ্ছে তারাও বুঝতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।

যুগের সঙ্গে তাল মেলাতে আমরা তথ্যপ্রযুক্তিকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করবো। তা যেন অন্যের কাছে নিজের ভাবমূর্তি নষ্ট না করে। আশা করি, আমরা সবাই সচেতন হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।