আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার প্রসব বেদনা ও “ভূতের মুখে রাম নাম

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র.... “শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুঁজিবাদ এখন ধ্বংসের কাছাকাছি। আমেরিকায় আজ বড় দুর্যোগ নেমে এসেছে। এসব দেখে মনে হচ্ছে, এ সভ্যতা শেষ পর্যায়ে চলে এসেছে” (সূত্র: দৈনিক কালের কন্ঠ) কি বলবেন একে? “ভূতের মুখে রাম নাম” ছাড়া ইউনুসের এই কথাকে অন্য কোন উপমায় আমি ফেলতে পারছি না। বিশ্বব্যাপি পুজিঁবাদের সবচেয়ে বড় দানব মার্কিন যুক্তরাষ্ট্রের এদেশীয় অন্যতম এজেন্ট ও সর্বাধিক আস্থাভাজন ব্যাক্তি “ড. ইউনূস”, এটি দেশবাসীর কাছে দিবালোকের মত পরিষ্কার। এই ব্যাক্তি তিনি, যিনি এক-এগারোর ষড়যন্ত্রের সময় ক্ষমতায় বসানোর জন্য পূজিঁবাদী দানবের প্রথম পছন্দ ছিল।

এই ব্যাক্তি হল তিনিই, যিনি ক্ষুদ্র ঋণের ফাঁদে ফেলে বহু অসহায় দরিদ্রের শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে নিজের ও নিজের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলছেন। পুঁজিবাদি ব্যাবসার এরচেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? সেই ইউনুসও আজ পুঁজিবাদের বিপক্ষে বলছেন। বিষয়টা একটু বিশ্লেষনের দাবি রাখে......... সভ্যতার সম্ভবত এখন প্রসব বেদনা চলছে। মানব সভ্যতা তো অনেক গুলো পর্যায় পার করে এসেছে। এই সভ্যতা পোপতন্ত্র থেকে শুরু করে রাজতন্ত্র, সম্রাজ্যবাদ, সমাজতন্ত্র এবং হালের পুঁজিবাদ পর্যন্ত সবই তো দেখল।

আর বর্তমানে এই পুঁজিবাদের অবস্থাও টালমাটাল। মানব সভ্যতা একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে প্রবেশের পূর্বে যে অস্থিরতা দেখা যায় অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেই সময় অত্যাসন্ন বা সেই সময়টিই চলছে। আরব বসন্ত বা পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ কিন্তু এটারই ইঙ্গিত দেয়। এখন পর্যন্ত সবকয়টি মানব রচিত তন্ত্রই ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে বিদায় নিয়েছে, আরও একটি বিদায় নিচ্ছি নিচ্ছি করছে। সতরাং নতুন অরেকটি সভ্যতা সমাগত।

আর এই সময়ে প্রয়োজন সচেতন মানুষদের সঠিক সিদ্ধান্ত। কিন্তু সঠিক আদর্শ কোথায়? হায়দার হোসেনের একটি গানের কথা খুব মনে পড়ছে: আমি নি:স্ব, আমি নি:স্ব আমায় ভিক্ষা দাও আদর্শ আদর্শের এই অন্ধকারের মধ্যেও ১৪০০ বছর পূর্বের থেকে আসা একটি আলোক রেখা কিন্তু একটু ভাল করে লক্ষ্য করলে চেখে পড়ে। কিছু ভুলের কারণে সেই আলো যা একসময় সারা বিশ্বকে আলোকিত করেছে তা আজ নিভু নিভু করছে। সচেতন সমাজ ও পরিবর্তনকামী প্রজন্মের উচিত সেই আলো নিয়ে একটু গবেষনা করা ও এটিকে নতুন করে উঠিয়ে নিয়ে আসা। যার কিছু নমুনা ইতিমেধ্য দুয়েকটি দেশে দেখা যাচ্ছে।

সুতরাং “সাধু সাবধান!” কেননা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে ইউনুস ও তার প্রভুদের মত অন্য কোন জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসবে। আপন স্বার্থের জন্য নি:স্বকে দেউলিয়া করতেও যাদের বিবেককে বাধে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।