আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার আচঁলে উড়ে

এক শব্দহীন শব্দের শাব্দিক অনুভূতি

সভ্যতার আচঁলে উড়ে সন্ত্রাসী অরন্যের ব্যাভিচারে সলাজ লজ্জাবতী নেঁতিয়ে পড়ে রৌদ্র ঝলকিত ভাঙ্গা আয়নায়! বিড়ালের পায়ে ছপ ছপ রক্ত ছাপ, রক্তজবার মত ফুঁটে আছে সবুজের বুকে! আর্তচিত্কারে আকাশ-বাতাস ভেঙ্গে চুড়ে খান খান ! ধ্যানমগ্ন নদী যেন বয়ে নিয়ে যায় সতীচ্ছদের রক্ত ! বালুকাবেলায় ভেসে ভেসে জীবন-মৃত ভাবনায় অঝোর শ্রাবনে ঝরে, আজো নিধান খুঁজে খুঁজে কেঁদে বেড়ায় ললিত দেহকলার ললনারা ! খেতাব দিয়েছে যাদের বীরাঙ্গনা। যুবতি দেহ আজ অবশ অলস সাড়া দিক আর না দিক শিরদাড়া করে গর্জে উঠে, আমরা জয়ী, অপরাজেয় বীর সন্তানেরা। সভ্যতার আচঁলে উড়ে লাল সবুজের ঝাণ্ডা নীচে বয়ে যায় দেখো, রক্তনদী্ ! আর অবেলায় আদিরসাত্মক বইয়ের মলাটে রক্ত তুলি এঁকে দেয় জীবন সায়াহ্নের চিত্র !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।