আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার বিলয়

মানবতার মাথা মাড়িয়ে অসভ্যতা বন্যার স্রোতের তোড়ের মতোই ধেয়ে আসছে; তাই জীবনোপকরণের অভাবে আজ ওদের জীবনে নেমে এসেছে দুখের ঘন কালো ছায়া; প্রাণ পাখি গাঙচিল হয়ে ভোরের আলোয়ে ডানা ঝাপ্টিয়ে উড়ছে নীলাকাশের মুক্ত দিগন্তে; চায় এক মুঠো প্রাণের আলো। শোষকের বিষাক্ত অগ্নেয়াস্ত্রের বারুদের আঘাতে গাঙচিলের ডানা ভেঙ্গে গিয়ে সে এখন পথ হারিয়ে তথাকথিত নরকসম পৃথিবীর আভিজাত্যের দুর্গন্ধযুক্ত বুকে এসে মুখ থুবড়ে পড়ছে বারবার। এসব দেখে চির প্রাণবন্ত সময়ের চোখের কোনে চিক চিক করে উঠে সমব্যথায় ব্যথিত অশ্রুশিশির; নিরশ্রু সূর্যের জ্বলন্ত অগ্নিকণা ধেয়ে এসে জ্বালিয়ে দিতে চায় জালিমের অগ্নি চক্ষু আর অশুভ কালো হাত। নিপীড়িত মানুষের দীর্ঘ শ্বাস সাইক্লোন হয়ে অজেয় দানবের মতো এসে ভেঙ্গেচুড়ে দিয়ে যেতে চায় এই সভ্যতার আড়ালে পোষিত নরপিশাচী বর্বরতার কদর্যতা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।