আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার কাফন

কেন আমায় সত্য শেখাও যখন তোমার বুটের তলায় আমার কন্ঠ রুদ্ধ; মানবধর্মের দোহাই দিয়ে আমার যতো ক্রোধ আমার যতো বেদনা আমার যতো প্রতিবাদ তোমার ঐ বেয়নেট আর রাইফেলের আঘাতে মিশিয়ে দিতে চাও কেন আমায় সত্য শেখাও। কেন আমায় যুদ্ধমৃতদের কাহিনী শোনাও যখন তোমারই দেয়া কবরে আমার হাজার হাজার বিপ্লবের সাথী শহীদী অবকাশে; কেন আমাকে লান্ঞ্ছিত নারীদের তুলনা দাও যখন তোমার যতো কুত্তারা আমার মা বোনদের যন্ত্রণায় উল্লাস করে। তোমার শত সত্যের নিকুচি করি তোমার সত্যের বিরুদ্ধে চিরন্তন সত্যের মশাল জ্বেলে তোমায় আমি জাগরণের ধাক্কা দিই , তোমার কাফন গড়ি্ ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।