আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার দাস

হঠাৎ শুন্যতা ...................

ছোট বেলায় আমাদের বাংলা শিক্ষক বলেছিলেন, তাঁতী যখন কাপড় বুনে তখন নাকি প্রতি বুননের মাঝে তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না লুকিয়ে থাকে আর কাপড় নিয়ে থাকে দৈনন্দিনের সপ্‌নো... দারিদ্র আর সমাজের প্রতি হাজার অভিযোগ রেখে চলে গেলেন ১৭ তাঁতী। যান্ত্রিকতার চাপে বিলুপ্ত প্রায় এই পেষাটির উপার্যনক্ষম মানুষগুলো চলে যাওয়ায় পরিবার পরিজন কিভাবে বাঁচবে ? এই প্রশ্নের বোধকরি কোন প্রয়োজন নেই...১৫/১৬ কোটি মানুষের দেশে আমরা এখন এসব প্রশ্ন অবলিলায় এড়িয়ে যেতে শিখেছি...সরকারী প্রতিষ্টান তাই দুঃখ প্রকাশ করেই খালাস। আমি জানি না পহেলা বৈশাখে কোন নারী নিজের অজান্তে এই ১৭ দুরভাগা তাঁতীর বস্ত্র অঙ্গে জড়িয়ে উৎসব পালন করলেন কিনা...দূর গাঁয়ে তাঁতীবধু আজ চোখের জলে বোধহয় বিদায় দিচ্ছেন তার সভ্যতার দাস কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।